ঝিনাইদহে ভাষা সৈনিক মুসা মিয়া দাবা লীগের পর্দা নামলো

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২১, ২১:৫০

ঝিনাইদহে ভাষা সৈনিক মুসা মিয়া দাবা লীগের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথিবৃন্দ।
ঝিনাইদহ জেলা পুলিশের আয়োজনে ও জাহেদী ফাউন্ডেশনের সহযোগিতায় ভাষা সৈনিক মুসা মিয়া জেলা দাবা লীগ-২০২১ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ অক্টোবর) বিকেলে ঝিনাইদহ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে দাবা লীগের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মজিবুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী সদস্য কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল।
খেলা শেষে চ্যাম্পিয়ন, ১ম রানার্স-আপ ও ২য় রানার্স-আপের হাতে পুরস্কার হিসেবে ট্রফি, মেডেল ও নগদ অর্থ তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ।