Logo
×

Follow Us

খেলাধুলা

ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা বাংলাদেশের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২২, ১৯:২০

ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা বাংলাদেশের

১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। সংগৃহীত ছবি

ভারতের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ছুটিতে ছিলেন সাকিব আল হাসান। তবে ভারতের বিপক্ষে দলে ফিরেছেন তিনি। আর তার সঙ্গে দলে ফেরান হয়েছে ইয়াসির আলীকেও। আর বাদ পড়েছেন মোসাদ্দেক হোসেন, সৌম্য সরকার ও শরীফুল ইসলাম।

তিন ওয়ানডে ও দুটি টেস্ট খেলতে ১ ডিসেম্বর বাংলাদেশ সফরে আসবে ভারতীয় জাতীয় দল। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৪, ৭ ও ১০ ডিসেম্বর। যার প্রথম দুটি ঢাকায় এবং পরেরটি চট্টগ্রামে। টেস্ট দুটি শুরু যথাক্রমে ১৪ ও ২২ ডিসেম্বর।

বাংলাদেশের ওয়ানডে দল
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, ইয়াসির আলী, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন, নাসুম আহমেদ, মাহমুদউল্লাহ, নাজমুল হোসেন, নুরুল হাসান

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫