
ব্রাজিলের হেক্সা মিশন। সংগৃহীত ছবি
ব্রাজিলের হেক্সা মিশন কি? এই নিয়ে প্রশ্ন তৈরী হয়েছে অনেকের মনে। এখানে সেখানে জানতে চাচ্ছেন হেক্সা মিশনের বিশ্লেষণ। তবে এবার জেনে নিন হেক্সা মিশন সম্পর্কে।
হেক্সা একটি গ্রিক শব্দ এর বাংলা অর্থ হচ্ছে “ছয়”। আর (mission) একটি ইংরেজি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে অভিযান। অর্থাৎ হেক্সা মিশন এর বাংলা অর্থ হচ্ছে ষষ্ঠ অভিযান। ব্রাজিল যেহেতু এর আগে পাঁচ বার ট্রফি জিতেছিল এবারে ছয় বারের জন্য কাপ জেতার জন্য যাচ্ছে তাই এটা তাদের কাছে হেক্সা মিশন।
হেক্সা জয়ের মিশনে বাছাইপর্বে দারুণ খেলেছে ব্রাজিল। লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকার পাশাপাশি তারা ছিল অপরাজিত। ফিফা র্যাংকিংয়ে শীর্ষে থেকেই তারা বিশ্বকাপে অংশ নিয়েছে। সবশেষ তারা কোপা আমেরিকার ফাইনালে মারাকানা স্টেডিয়ামে আর্জেন্টিনার কাছে হেরেছিল। এরপর থেকে গেল ১৬ ম্যাচ ধরে অপরাজিত আছে তারা।
ব্রাজিল ২০০২ বিশ্বকাপে শিরোপার সাধ পেয়েছিল। এ শিরোপা জয়ের অন্যতম নায়ক ছিলেন রোনাল্ডো-রোনালদিনহো। এরপর পেরিয়ে গেছে প্রায় দুই দশক। সর্বশেষ ২০১৪ বিশ্বকাপে সেমিফাইনাল খেললেও সেলেসাওদের শিরোপার আক্ষেপ মেটেনি।