স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৩, ০৮:২৫ এএম
আপডেট: ০৭ জানুয়ারি ২০২৩, ০৮:৩২ এএম
হংকংকে বিশাল ব্যবধানে হারিয়ে জুনিয়র এএইচএফ কাপ টুর্নামেন্টের যাত্রা শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ জাতীয় হকি দল।
গতকাল শুক্রবার (৭ জানুয়ারি) ওমানের মাসকাটে অনুষ্ঠিত টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে হংকংকে ৪-০ গোলে গুড়িয়ে দিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) আয়োজিত এ টুর্নামেন্টে পুল বি-র ম্যাচে হংকংয়ের বিপক্ষে ম্যাচের প্রথম মিনিটে মোহাম্মদ আলীর ফিল্ড গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ম্যাচের ১৩ মিনিটে ফিল্ড গোলে ব্যবধান দ্বিগুণ করেন বাংলাদেশের মোহাম্মদ হাসান। দ্বিতীয় কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান ৩-০ করেন আমিনুল ইসলাম। আর ৫৬ মিনিটে দলের চতুর্থ গোলটি করেন মোহাম্মদ আলী।
উল্লেখ্য, জুনিয়র এএইচএফ কাপ টুর্নামেন্টে অংশ নিতে গত ৪ জানুয়ারি ওমান যায় বাংলাদেশ দল। আজ শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।
বাংলাদেশ ছাড়াও এই টুর্নামেন্টে অংশ নিয়েছে চাইনিজ তাইপে, হংকং, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, উজবেকিস্তান ও স্বাগতিক ওমান। পুল বি-তে বাংলাদেশের প্রতিপক্ষ হংকং, শ্রীলঙ্কা ও উজবেকিস্তান।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : এএইচএফ কাপ হকি বাংলাদেশ হংকং
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh