Logo
×

Follow Us

খেলাধুলা

পিএসজিতে ‘গার্ড অব অনার’ পেলেন মেসি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৩, ২৩:৫০

পিএসজিতে ‘গার্ড অব অনার’ পেলেন মেসি

ছবি: সংগৃহীত

৩৬ বছর পর আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দিয়েছেন লিওনেল মেসি। ক্যারিয়ারের গোধূলি বেলায় তার হাতের স্পর্শ পেয়েছে বিশ্বকাপ ট্রফিটা। বিশ্বকাপ জয়ের পর নিজ দেশে ফিরে এতদিন ছুটি কাটিয়েছেন মেসি। এবার তিনি যোগ দিলেন তার ক্লাব পিএসজিতে।

আর্জেন্টাইন মহাতারকাকে বরণ করে নিতে পিএসজির আয়োজন ছিল বেশ। আজ বুধবার (৪ জানুয়ারি) দলের অনুশীলনে যোগ দেন এলএমটেন। বিশ্বকাপ জয়ের জন্য ক্লাবের খেলোয়াড় ও কর্মকর্তাদের কাছে থেকে ‘গার্ড অব অনার’ পান মেসি। ‘গার্ড অব অনার’ দেওয়ার পাশাপাশি মেসির হাতে বিশেষ স্মারক তুলে দেন ক্লাবের কর্মকর্তা। 

আগামী শুক্রবার (৬ জানুয়ারি) ফ্রেঞ্চ কাপের ম্যাচে শ্যাতেরুর বিপক্ষে মাঠে নামবে পিএসজি। এই ম্যাচে মেসির মাঠে নামার সম্ভাবনা কম। ১১ জানুয়ারি ফ্রেঞ্চ লিগে অঁজির বিপক্ষে মাঠে দেখা যেতে পারে বিশ্বকাপজয়ী মেসিকে। বিশ্বকাপের পর মেসিবিহীন দুই ম্যাচে একটিতে জয় ও একটিতে হারের মুখ দেখে পিএসজি।  

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫