৩৬ বছর পর আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দিয়েছেন লিওনেল মেসি। ক্যারিয়ারের গোধূলি বেলায় তার হাতের স্পর্শ পেয়েছে বিশ্বকাপ ট্রফিটা। বিশ্বকাপ জয়ের পর নিজ দেশে ফিরে এতদিন ছুটি কাটিয়েছেন মেসি। এবার তিনি যোগ দিলেন তার ক্লাব পিএসজিতে।
আর্জেন্টাইন মহাতারকাকে বরণ করে নিতে পিএসজির আয়োজন ছিল বেশ। আজ বুধবার (৪ জানুয়ারি) দলের অনুশীলনে যোগ দেন এলএমটেন। বিশ্বকাপ জয়ের জন্য ক্লাবের খেলোয়াড় ও কর্মকর্তাদের কাছে থেকে ‘গার্ড অব অনার’ পান মেসি। ‘গার্ড অব অনার’ দেওয়ার পাশাপাশি মেসির হাতে বিশেষ স্মারক তুলে দেন ক্লাবের কর্মকর্তা।
আগামী শুক্রবার (৬ জানুয়ারি) ফ্রেঞ্চ কাপের ম্যাচে শ্যাতেরুর বিপক্ষে মাঠে নামবে পিএসজি। এই ম্যাচে মেসির মাঠে নামার সম্ভাবনা কম। ১১ জানুয়ারি ফ্রেঞ্চ লিগে অঁজির বিপক্ষে মাঠে দেখা যেতে পারে বিশ্বকাপজয়ী মেসিকে। বিশ্বকাপের পর মেসিবিহীন দুই ম্যাচে একটিতে জয় ও একটিতে হারের মুখ দেখে পিএসজি।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : লিওনেল মেসি পিএসজি ফুটবল
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh