চেলসির শেষ ভরসা চ্যাম্পিয়ন্স লিগ। মৌসুমে শিরোপা জয়ের স্বপ্ন কেবল ইউরোপ সেরা টুর্নামেন্টে বাঁচিয়ে রেখেছে ব্লুজরা। এই মঞ্চে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের সামনে স্বপ্নবাজ গ্রাহাম পটারের শিষ্যদের দাঁড় করালেন ভাগ্য বিধাতা। টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে দুই দল।
গতকাল শুক্রবার (১৭ মার্চ) শেষ আটের ড্রয়ে প্রিমিয়ার লিগের আগে ক্লাব ম্যানচেস্টার সিটি পেয়েছে শক্তিশালী বায়ার্ন মিউনিখকে। অপরদিকে কোয়ার্টারে হবে এসি মিলান ও নাপোলির অল-ইতালিয়ান টাই। সিরি’আর আরেক ক্লাব ইন্টার মিলান প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বেনফিকাকে।
ড্রয়ের অনুষ্ঠানে সেমিফাইনালের লাইনআপও স্পষ্ট করেছে উয়েফা কর্তৃপক্ষ। কোয়ার্টারের বাধা টপকাতে পারলে সেমিতে দেখা হবে চেলসি ও ম্যানসিটি, যা হবে ২০২১ ফাইনালের পুনরাবৃত্তি। সে বছর চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল ১-০ গোলে জিতেছিল ব্লুজরা। তবে এ যাত্রায় ছন্দে থাকা রিয়ালের বিপক্ষে কোয়ার্টারেই অগ্নিপরীক্ষা দিতে হবে তাদের। আর ম্যানসিটিকে সামলাতে হবে বায়ার্নকে, যারা শেষ ষোলোতে ডুবিয়েছে তারকায় ঠাসা পিএসজিকে। উয়েফার নির্দেশনা অনুযায়ী, এসি মিলান-নাপোলি এবং ইন্টার মিলান-বেনফিকার ম্যাচের জয়ী দল মুখোমুখি হবে সেমিতে।
চ্যাম্পিয়ন্স লিগে শেষ আটের প্রথম লেগ মাঠে গড়াবে ১১ ও ১২ এপ্রিল। ফিরতি লেগের লড়াই হবে ১৮ ও ১৯ এপ্রিল।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : খেলাধুলা চ্যাম্পিয়ন্স লিগ রিয়াল মাদ্রিদ উয়েফা চেলসি
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh