বঙ্গবন্ধু কাবাডি কাপে টানা পঞ্চম জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। স্বাগতিকদের সবশেষ শিকার ইরাক।
গতকাল শনিবার (১৮ মার্চ) পল্টনের শহীদ নূর হোসেন ভলিবল স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের ম্যাচটি ৪৯-৩৩ ব্যবধানে জিতেছে সাজুরাম গয়াতের শিষ্যরা। তাতে গ্রুপসেরা হয়েই সেমিফাইনালে খেলবে বাংলাদেশ।
এদিন ম্যাচ শুরুর মাত্র ৬ মিনিটের মধ্যেই প্রতিপক্ষ ইরাককে অলআউট করে দেয় বাংলাদেশ। মুন্সী ও মিজানুরের রেইড থেকে দ্রুত কিছু পয়েন্ট আদায় করে নেয় স্বাগতিকরা। ইরাকও চেষ্টা করে পয়েন্ট অর্জনের।
প্রথমার্ধের খেলা শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে আবারও ইরাককে অলআউট করে বাংলাদেশ। ২৮-১৩ স্কোরলাইন নিয়ে বিরতিতে যায় তারা। দ্বিতীয়ার্ধে তুহিন তরফদাররা অর্জন করে মাত্র ২১ পয়েন্ট। ইরাক বেশ ভালো খেলে ২০ পয়েন্ট আদায় করে নেয়।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : খেলাধুলা বঙ্গবন্ধু কাবাডি কাপ
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh