রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশে ফিরতে পারেননি সাকিব আল হাসান। ইচ্ছে থাকলেও ঘরের মাটিতে খেলতে পারেননি ক্যারিয়ারের শেষ টেস্ট। তবে লম্বা সময় ধরে জাতীয় দলের জার্সিতে দেখা না গেলেও ঠিকই দেশের ক্রিকেটের আলোচনায় সাকিব।
সোমবার মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১৮তম বোর্ড সভা বসেছিল। চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যর্থতার পরও সিদ্ধান্ত হয়েছে খেলোয়াড়দের বেতন ও ম্যাচ ফি বাড়ানোর।
সেই সভায় আলোচনা হলো সাকিবকে নিয়েও। দেশসেরা অলরাউন্ডার এখনও যে নিজের প্রাপ্য পাননি! গত বছর বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে ছিলেন তিনি। কিন্তু পাননি চুক্তির শেষ চার মাসের বেতন।
ট্যাক্স ব্যতিত বোর্ড থেকে ৪৮ লাখ টাকা পাওনা সাকিবের। গত সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বরের বেতন পাননি তিনি। কেন পাননি সেই ব্যাখ্যা দিয়েছেন বিসিবির এক কর্মকর্তা।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ’কে তিনি বলেছেন, “এটা সত্য যে সে (সাকিব) এখনও সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসের বেতন পাননি। এর মূল কারণ, তার ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।”
তবে পাওনা টাকা সাকিবকে পরিশোধ করা হবে জানিয়েছেন নাজমুল আবেদীন ফাহিম। এ নিয়ে বিসিবির ক্রিকেট অপারেশনের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম ক্রিকবাজকে বলেছেন, “সে (সাকিব) চুক্তি অনুযায়ী তার বেতন পাবে। খেলুক বা না খেলুক, চুক্তি অনুযায়ী আমরা আমাদের প্রতিশ্রুতি রাখার চেষ্টা করব।”
গত বছরের ১২ ফেব্রুয়ারি বোর্ডের ৯ম সভায় কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের নাম ঘোষণা করা হয়েছিল। সব সংস্করণের চুক্তিতে ছিলেন সাকিব, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত ও শরীফুল ইসলাম।
গত সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে সিরিজে কানপুরে টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন সাকিব। চেয়েছিলেন ঘরের মাটিতে সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজ দিয়ে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার। কিন্তু নিরাপত্তাজনিত কারণে দেশে ফিরতে পারেননি।
জুলাই আন্দোলনের আগে থেকে দেশের বাইরে সাকিব। গত ৫ আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। ক্ষমতাচ্যুত দলের সাংসদ সদস্য হওয়ায় এরপর থেকে ফিরতে পারেননি দেশে।
অবশ্য আন্দোলনের পরও তিনি পাকিস্তান ও ভারত সফরে গেছেন। কিন্তু এরপর হত্যা মামলা হওয়ায় দেশে ফিরতে পারেননি। বিসিবি খেলার অনুমতি দলেও দেখা যায়নি জাতীয় দলে। এর মধ্যে বোলিং অ্যাকশনে নিষেধাজ্ঞা পাওয়ায় খেলতে পারেননি চ্যাম্পিয়নস ট্রফিতেও।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh