তৃণমূল ফুটবল টুর্নামেন্টের ঘোষণা ক্রীড়া উপদেষ্টার

ফুটবলে বাংলাদেশের পিছিয়ে পড়ার অন্যতম কারন তৃণমূল থেকে ফুটবলার উঠে না আসা। জেলা-উপজেলা পর্যায়ে নিয়মিত খেলার অভাবে পাইপলাইনেও তৈরি হয়েছে শূণ্যতা। সেটা ঘোচাতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জেলা পর্যায়ে ফুটবল টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করেছেন।

শুক্রবার বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের বার্ষিক আয়োজন কুল বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২৪ এর প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপদেষ্টা।

এই বিষয়ে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘‘জেলা পর্যায়ের ক্রীড়াঙ্গনকেও আমরা গুরুত্ব দিচ্ছি। বাফুফেকে জেলা পর্যায়ের ফুটবলের ব্যাপারে ডিজাইনিং করতে বলেছি। তারা সেই ডিজাইন করলে আমরা ২-৩ মাসের মধ্যে জেলা ফুটবল শুরু করব।’’

একদিকে স্বীকৃত একাডেমি না থাকা, অন্যদিকে তরুণ ফুটবলার উঠে আসার যে কয়টি পথ দীর্ঘদিন চালু ছিল, সেগুলো প্রশস্ত তো হয়ইনি, উলটো আরও সংকীর্ণ হয়েছে৷ এই ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় ক্রীড়াক্ষেত্রে আরও প্রণোদনার আহবান জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আরও বলেন, ‘‘অন্তর্বর্তীকালীন সরকার ক্রীড়া ক্ষেত্রে আমূল পরিবর্তনের জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা ক্রীড়াক্ষেত্রের পূনর্গঠন ও সংস্কার নিয়ে কাজ করছি। আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ আছে। ক্রীড়া বাজেটের বাজেটের যে স্বল্পতা আছে, আমরা সরকারকে অনুরোধ করেছি, ক্রীড়াক্ষেত্রে আরও প্রণোদনা দেওয়ার।’’

উপদেষ্টার পরিচয়ের বাইরে আসিফ মাহমুদ একজন খেলাপ্রিয় মানুষ। ছোটবেলা থেকেই খেলার প্রতি ভালোবাসা তার, যা কখনও কখনও বাসায় আদুরে শাসনের কারণও হয়েছে। তার প্রিয় খেলা ফুটবল। প্রিয় ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh