Logo
×

Follow Us

পণ্যবাজার

সংকটের মধ্যে আবারও বেড়েছে চিনির দাম

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৩, ১৩:৫৩

সংকটের মধ্যে আবারও বেড়েছে চিনির দাম

সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর বাজারগুলোতে সবজির সরবরাহ ছিল যথেষ্ট। ছবি: সংগৃহীত

চিনির বাজারে সংকটের মধ্যে আবারও বেড়েছে দাম। প্রতি কেজি খোলা চিনির দাম ৫ টাকা বেড়ে ১০৭ টাকা এবং প্যাকেটজাত চিনির দাম চার টাকা বেড়ে ১১২ টাকা নির্ধারণ করা হয়েছে। বাজারে খোলা চিনি পাওয়া গেলেও মিলছে না প্যাকেটজাত চিনি আবার কোথাও প্যাকেটজাত মিললেও পাওয়া যাচ্ছে না খোলা চিনি

এদিকে, বাজারে সপ্তাহের ব্যবধানে বেড়েছে মুরগি ও ডিমের দাম। প্রতি ডজন ফার্মের মুরগির ডিমের দাম ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৩৫ টাকায়। এছাড়া সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের দাম কেজিতে ১ থেকে দেড় টাকা পর্যন্ত বেড়েছে।

সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর বাজারগুলোতে সবজির সরবরাহ ছিল যথেষ্ট। লাউ, করলা, পটল, ঢেরস, চিচিঙ্গার দাম একশ টাকার বেশি। আর সীম, টমেট, বেগুনসহ অন্যান্য সবজির দাম ৫০ থেকে ৬০ টাকার মধ্যে রয়েছে।

অপরিবর্তিত রয়েছে আটা, ময়দা ও ভোজ্য তেলের বাজার। তবে জিরাসহ অন্যান্য মশলার দাম রয়েছে চড়া। এ সপ্তাহে গরু ও খাসির মাংসের দাম অপরিবর্তিত রয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫