Logo
×

Follow Us

অর্থনীতি

দোহারে স্বপ্নের নতুন আউটলেট উদ্বোধন

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২২ এপ্রিল ২০২১, ১৭:২১

দোহারে স্বপ্নের নতুন আউটলেট উদ্বোধন

দোহারে রিটেইল চেইন শপ স্বপ্নের নতুন আউটলেট উদ্বোধন

ঢাকার দোহারে দেশের অন্যতম রিটেইল চেইন শপ স্বপ্নের নতুন আউটলেট উদ্বোধন করা হয়েছে। 

বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকাল ১১টায় জয়পাড়া বাজারের দেওয়ান টাওয়ারে স্বপ্নের নতুন এ আউটলেট উদ্বোধন করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন- ব্যবসায়ী রোমান মিয়া, রফিকুল ইসলাম, নিঝু খন্দকার, রাজনীতিবিদ মীর আরিফ হোসেন, দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল, স্বপ্নের হেড অব ফ্রাঞ্চাইজি অপারেশন সমীর ঘোষ সানীসহ অনেকে।

উদ্বোধন উপলক্ষে স্বপ্নর পক্ষ থেকে গ্রাহকদের জন্য রয়েছে মাসব্যাপী আকর্ষণীয় সব অফার। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছাড়াও থাকছে নগদ মূল্যছাড়।

স্বপ্নের রিটেইল এক্সপ্যানশন বিভাগের পরিচালক সামসুদ্দোহা শিমুল বলেন, স্থানীয়দের চাহিদার কথা মাথায় রেখে পণ্য রাখা হয়েছে নতুন এই আউটলেটে। রয়েছে হোম ডেলিভারি সেবা। আমরা আশা করছি, স্বাস্থ্যসম্মত এবং নিরাপদ পরিবেশে গ্রাহকরা নিয়মিত বাজার করবেন।

নতুন এই আউটলেটে হোম ডেলিভারির জন্য যোগাযোগের নাম্বার ০১৩১৩-০৫৫২৬০।-বিজ্ঞপ্তি


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫