Logo
×

Follow Us

অর্থনীতি

কেজিতে কতো বাড়ল পেঁয়াজের দাম?

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২১, ১৩:৪৬

কেজিতে কতো বাড়ল পেঁয়াজের দাম?

ফাইল ছবি

কোন কারণ ছাড়াই লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেঁয়াজের দাম। পাঁচদিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে অন্তত ২০-২৫ টাকা। খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজের বিক্রি হচ্ছে ৭০ টাকা। খুচরা ব্যবসায়ীরা দুষছেন আড়তদারদের। আর আড়তদাররা জানিয়েছেন, ভারত থেকে পেঁয়াজের আমদানি কমায় দাম বাড়ছে। পেঁয়াজের কিনতে এসে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন সাধারণ ক্রেতারা।

বুধবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি দরে। তবে আগের কেনা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০-৬৫ টাকা কেজি।

অথচ গত শুক্রবার (১ অক্টোবর) রাজধানীর বাজারে পেঁয়াজের কেজি ছিল ৪৫-৫০ টাকা কেজি। অর্থাৎ কেজি প্রতি পেঁয়াজের দাম বেড়েছে ২০-২৫ টাকা। আরো বাড়বে বলে শঙ্কা প্রকাশ করেছেন খুচরা ব্যবসায়ীরা। নতুন করে পেঁয়াজের দাম বাড়ায় ক্রেতারা পড়েছেন চরম বিপাকে। পেঁয়াজ কিনতে এসে বিক্রেতাদের সঙ্গে দরকষাকষি করতে হচ্ছে। ক্রেতাদের বিভিন্ন কথায় বিক্রেতারাও বিরক্ত হচ্ছেন।

কারওয়ান বাজারের পেঁয়াজ ব্যবসায়ী সেলিম হোসেন জানান, ভারতে অতিবৃষ্টি ও বন্যার কারণে পেঁয়াজের নষ্ট হয়েছে। এছাড়াও পূজার কারণে বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকবে। ফলে ভারতের বিভিন্ন অঞ্চলে কৃষকরা ক্ষেত থেকে পেঁয়াজ উঠানো কমিয়ে দিয়েছেন। মোকামগুলোতে লোডিং কমে গেছে। তবে পূজার পর এমন দাম থাকবে না। ভারতের বিভিন্ন অঞ্চলে নতুন জাতের পিয়াজ উঠতে শুরু করেছে। সেগুলো আসতে শুরু করবে। ফলে দাম কমে আসবে বলে প্রত্যাশা তার।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫