Logo
×

Follow Us

অর্থনীতি

এলপিজি সিলিন্ডারের দাম বাড়লো

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২ মে ২০২৩, ১৫:৪৪

এলপিজি সিলিন্ডারের দাম বাড়লো

এলপিজি সিলিন্ডার। ফাইল ছবি

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বেড়েছে। ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৭ টাকা বাড়িয়ে এক হাজার ২৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এতদিন বিক্রি হচ্ছিল এক হাজার ১৭৮ টাকায়।

আজ মঙ্গলবার (২ মে) দুপুর আড়াইটায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন দর ঘোষণা করে। আজ সন্ধ্যা থেকে নতুন মূল্য কার্যকর হবে।

ঘোষণায় বলা হয়, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ১০২ টাকা ৯১ পয়সা নির্ধারণ করা হয়েছে। এছাড়া রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহকৃত বেসরকারি এলপিজির ভোক্তা পর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ৯৯ টাকা ৬৮ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ভোক্তাপর্যায়ে অটোগ্যাসের দাম মূসকসহ প্রতি লিটার মূল্য ৫৭ টাকা ৫২ পয়সা নির্ধারণ করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫