দুই দেশ থেকে ৩৪৬ কোটি টাকার সার কিনবে সরকার

মরক্কো ও কানাডা থেকে ৮০ হাজার মেট্রিকটন সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে ৩৪৬ কোটি ৭১ লাখ ৯৩ হাজার ২০০ টাকা। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) কর্তৃক রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় এই সার কেনা হবে।

আজ বুধবার (২৪ মে) অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এই সার কেনার অনুমোদন দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এ সভা অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহমুদ খান সাংবাদিকদের বলেন, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) কর্তৃক রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় মরক্কোর ওসিপি, এস.এ থেকে ১২০ কোটি ৩ লাখ ৭৯ হাজার ২০০ টাকার ৩০ হাজার টন টিএসপি সার কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

এ ছাড়া কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশন থেকে ২২৬ কোটি ৬৮ লাখ ১৪ হাজার টাকার ৫০ হাজার টন মিউরেট-অব-পটাশ (এমওপি) সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

একই বৈঠকে টিসিবির জন্য ২৫৭ কোটি ৪৪ লাখ ২৭ হাজার টাকা ব্যয়ে ১ কোটি ৮০ লাখ লিটার সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নেওয়া হয়।

এরমধ্যে দেশীয় সিটি এডিবল অয়েল কোম্পানি থেকে ১৮২ টাকা ৬৫ পয়সা লিটার দরে ১২৭ কোটি ৮৫ লাখ ৫০ হাজার টাকার ৭০ লাখ লিটার সয়াবিন তেল এবং যুক্তরাষ্ট্র থেকে ১৪০ টাকা লিটার ধরে ১২৯ কোটি ৫৮ লাখ ৭৭ হাজার টাকার ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //