দামে দিশেহারা ক্রেতাদের জন্য স্বস্তির বাজারদর নিয়ে হাজির হলো দেশের জনপ্রিয় সুপারশপ 'স্বপ্ন'। বাজারে যখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি চলছে, সে সময় পরিবারের প্রয়োজনীয় সামগ্রী যেমন- চাল, সয়াবিন তেল, লবণ, বডি লোশন, শ্যাম্পু, চা, মিল্ক পাউডার, বেবি ডায়পারসহ প্রয়োজনীয় অনেক পণ্যে অবিশ্বাস্য ছাড় দিচ্ছে সুপারশপটি।
স্বপ্ন কর্তৃপক্ষ আরও জানান, ৩ ও ৪ নভেম্বর (শুক্রবার ও শনিবার) সার্ফ এক্সেল ১ কেজি ২৭০ টাকায় স্বপ্নতে পাওয়া যাবে (যা খোলা বাজারে ২৯০ টাকা), ইস্পাহানী মির্জাপুর বেস্ট লিফ চা ৫০০ গ্রাম প্যাকেট স্বপ্নতে পাওয়া যাবে ২২৩ টাকায় (বাজারে যার মূল্য ২৪০ টাকা) ও বিভিন্ন সাইজের হেড অ্যান্ড শোল্ডারস শ্যাম্পুতে থাকছে অবিশ্বাস্য ছাড়।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh