Logo
×

Follow Us

অর্থনীতি

কমতে শুরু করেছে পেঁয়াজের দাম

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৪, ১১:১১

কমতে শুরু করেছে পেঁয়াজের দাম

দেশের বাজারে কমতে শুরু করেছে সবধরণের পেঁয়াজের দাম। ছবি: সংগৃহীত

চলতি সপ্তাহে দেশে পেঁয়াজ আমদানি হয়েছে তিন হাজার ৮০০ টন। আর এরপর থেকেই দেশের বাজারে কমতে শুরু করেছে সবধরণের পেঁয়াজের দাম। গতকাল রবিবার (২৮ জুলাই) থেকে সারাদেশে পেঁয়াজের দাম নিম্নমুখি হতে শুরু করেছে।

জানা গেছে, হিলি বন্দরের পাইকারি বাজারে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। ভারত থেকে আমদানি বাড়ায় এ অবস্থার তৈরি হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। 

দুই দিন আগেও বন্দর এলাকায় প্রতি কেজি পেঁয়াজ ৮৫ থেকে ৮৮ টাকায় বিক্রি হলেও এখন ভারতীয় জাত ৫ থেকে ৭ টাকা কমে ৮০ থেকে ৮২ টাকায় বিক্রি হচ্ছে।

হিলি স্থলবন্দরে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। ভারত থেকে আসছে বিভিন্ন পণ্যের চালান। নিয়মিত আসছে পেঁয়াজবাহী ট্রাক। চলমান পরিস্থিতিতে পাইকারদের আনাগোনা বেশ কম। কমতে শুরু করেছে পেঁয়াজের দাম।

ব্যবসায়ীরা বলছেন, আমদানিতে ভারতের ৪০শতাংশ এবং বাংলাদেশের ১০ শতাংশ শুল্কের কারণে পেঁয়াজের দাম কাঙ্ক্ষিত মাত্রায় কমেছে না।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫