নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৪, ০৪:৫২ পিএম
আপডেট: ০২ অক্টোবর ২০২৪, ০৪:৫৬ পিএম
আবারো অস্থির হয়ে উঠেছে ডিমের বাজার। রাজধানীর খুচরা বাজারে এক সপ্তাহের ব্যবধানে প্রতি ডজনে ডিমের দাম বেড়েছে ১৫ থেকে ২০ টাকা। এতে বিপাকে পড়েছে ভোক্তারা।
সরকার গত ১৫ সেপ্টেম্বর খুচরা বাজারে ডিমের দাম নির্ধারণ করে দেয়। সে অনুযায়ী খুচরায় ডিম বিক্রি হওয়ার কথা প্রতি পিস ১১ টাকা ৮৭ পয়সা, অথচ বাজারে ডিম বিক্রি হচ্ছে ১৫ টাকা করে। আর ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৭০ টাকা করে। দাম নিয়ে ক্রেতাদের ক্ষোভ-অসন্তোষ থাকলেও সেসব পাত্তাই যেন দিচ্ছেন না বিক্রেতারা।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, সরকারের কর্তা-ব্যক্তিরা অফিসে বসে একটা দাম নির্ধারণ করে দিয়েছেন, যেখানে বাস্তবতার কোনো মিল নেই। তাদের দাবি, দেশের বাজারে মুরগির খাদ্যের প্রচুর দাম। তাছাড়া অতিরিক্ত গরমের জন্য খামারে ডিমের উৎপাদনও কমে গেছে। এ কারণে বাজারে সরবরাহ কমেছে। আর সরবরাহ কমায় ডিমের দাম বেড়ে গেছে।
তবে বাজারে আসা ভোক্তাদেরও পাল্টা প্রশ্ন, পার্শ্ববর্তী দেশ ভারত থেকে আমদানি করা প্রতি পিস ডিম আমদানি খরচসহ ৭ টাকা দাম পড়লেও বাংলাদেশে উৎপাদিত ডিম কেন প্রতি পিস ১৪/১৫ টাকা হবে?
দেশের চলমান পরিস্থিতির কারণে সরবরাহ ব্যাহত হওয়ায় রাজধানীর বাজারে ডিমের দাম বেড়ে গেছে। সরবরাহ কমায় একই সঙ্গে মুরগি, মাছ ও সবজির দামও বেড়েছে। ফলে বাজার করতে গিয়ে পণ্যের দাম শুনে ক্রেতারা আতঙ্কিত হচ্ছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh