বাজারে নিত্যপণ্যের দাম লাগাম ছাড়া। দিন যাচ্ছে তো দাম বাড়ছে আর বাড়ছে। নিত্যপণ্যের দামে এবার লাগাম টানতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। বাজার মনিটরিংয়ে টাস্ক ফোর্স গঠনের কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
আজ রবিবার (৬ সেপ্টেম্বর) নিজের ভেরিভায়েড ফেসবুক আইডিতে এ নিয়ে একটি পোস্ট দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।
ওই পোস্টে তিনি লিখেছেন, ‘অনেকগুলো পণ্য ডিউটি ফ্রি করার পরেও সিন্ডিকেটের দৌরাত্ম্যে বাজারে এর কোনো প্রভাব পড়েনি। বাজার মনিটরিংয়ে টাস্কফোর্স গঠনের প্রক্রিয়া চলছে। দ্রুতই মাঠে নামবে টাস্কফোর্স।’