Logo
×

Follow Us

টালিউড

বড়লোক বয়ফ্রেন্ড না থাকার আক্ষেপ শ্রীলেখার

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ জুন ২০২৩, ১২:৫২

বড়লোক বয়ফ্রেন্ড না থাকার আক্ষেপ শ্রীলেখার

শ্রীলেখা মিত্র। ছবি: সংগৃহীত

ঢাকার মতো কলকাতাতেও প্রচন্ড গরম। এমন পরিস্থিতিতে সবার মতো টালিউড অভিনেত্রী শ্রীলেখারও ভরসা শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র। কিন্তু চলতি মাসে বিদ্যুৎ বিলের কাগজ হাতে পেয়ে বিস্মিত হয়েছেন আলোচিত এই অভিনেত্রী। 

ফেসবুকে তিনি লিখেছেন— ‘এই মাসে ইলেকট্রিকের বিল এসেছে মাত্র ৯,৭৪০ টাকা।’

সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমেও এ নিয়ে শ্রীলেখা বলেন— ‘মানছি আমাদের বাড়িতে অনেকক্ষণ এসি চলে। কিন্তু তাই বলে প্রায় ১০ হাজার রুপি বিল আসা অস্বাভাবিক। আমি এর আগেও পাঁচ-ছয় হাজার রুপি বিল দিয়েছি। এই বিলটা আমি ভাবতে পারছি না। আমার তো কোনো বড়লোক বয়ফ্রেন্ড নেই যে বিদ্যুৎ বিল দিয়ে যাবে। আমি খুব শিগগির কোম্পানিতে অভিযোগ জানাব।’

একটি ভবনের ১১ তলায় শ্রীলেখার ফ্ল্যাট। তাতে চারটি ঘর রয়েছে। আর চার ঘরেই রয়েছে এসি। আর এসব শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র সবসময়ই চলে। চারটি এসি চললেও এতটা বিল আসার কথা নয় বলে দাবি করেছেন এই অভিনেত্রী।

শ্রীলেখার ফেসবুক পোস্টে নানাজন নানা ধরনের মন্তব্য করেছেন। কেউ কেউ তার সুরে সুর মিলিয়েছেন। কেউ আবার বলছেন, শ্রীলেখার ন্যায্য বিলই এসেছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫