Logo
×

Follow Us

বিনোদন

ফারুকীর কাছে কলকাতার পরিচালকের আর্জি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪, ১৬:৪২

ফারুকীর কাছে কলকাতার পরিচালকের আর্জি

শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও মোস্তফা সরওয়ার ফারুকী। ছবি: সংগৃহীত

সাফটা চুক্তি অনুযায়ী ভারত থেকে বাংলাদেশে মুক্তি পাবে বহুরূপী’ সিনেমা। এটি পরিচালনা করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। তবে রিলিজের দিনক্ষণে এখনও সিলমোহর পড়ছে না। ‘বহুরূপী’র সঙ্গে আদানপ্রদানে বাংলাদেশ থেকে যাবে রায়হান রফি পরিচালিত ‘দামাল’ সিনেমা

 শিবপ্রসাদ বললেন, ‘বাংলার জন্য এটা খুবই গর্বের। আমরা ভীষণ উদগ্রীব হয়ে আছি যে ‘বহুরূপী’ কবে ওপার বাংলায় দেখানো হবে। ওপার বাংলার বহু মানুষও প্রতীক্ষায় রয়েছেন। ‘বহুরূপী’র যে আর্ট ফর্ম, প্রথা, সেই সংস্কৃতি বাংলাদেশের মানুষেরও জানা উচিত। যে পরিমণ্ডলে দুই বাংলা বড় হয়েছে। তবে তার মধ্যেও একটি দুঃখের জায়গা রয়েছে, আমরা লালফিতের গেরোয় একটু আটকে আছি। অপেক্ষা করছি কবে দুই দেশের রাষ্ট্রীয় সিলমোহর পাব বাংলাদেশে ‘বহুরূপী’ রিলিজের দিনক্ষণ নিয়ে।’

এরপরই সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকীর কাছে শিবপ্রসাদের বিশেষ আর্জি ‘বাংলাদেশের সাংস্কৃতিক মন্ত্রনালয়ে যে মানুষটি আছেন আমি তার সিনেমার খুব ভক্ত। তিনি অন্তর্জাতিক সিনেমার সঙ্গেও যুক্ত। আমার ধারণা তিনি পরিচালক-প্রযোজকের মনের কথা, সিনেমাপ্রেমীর মানুষের কথা বুঝবেন। দুই দেশের মধ্যে সিনেমার আদান-প্রদান যাতে দীর্ঘ হয়, সেটাই চাইব।’

 

 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫