Logo
×

Follow Us

টালিউড

এবার বলিউডে অনির্বাণ

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৮ জুন ২০২১, ১২:৫৭

এবার বলিউডে অনির্বাণ

ড্রাকুলা স্যার চলচ্চিত্রে অনির্বাণ

কলকাতায় সমসাময়িক অভিনেতাদের মধ্যে তুমুল জনপ্রিয় অনির্বাণ ভট্টাচার্য। কখনো বমকেশ কখনো বা ড্রাকুলা স্যার। রোমান্টিক, থ্রিলার, কমেডি; সব চরিত্রেই অনির্বাণ নিজেকে দেখিয়েছেন নিখুঁত। জয় করেছেন দুই বাংলার দর্শকের মন।

এবার তিনি পাড়ি জমাচ্ছেন সিনেমা ইন্ডাস্ট্রি বলিউডে। আর প্রথম সিনেমাতেই তিনি সঙ্গে পাচ্ছেন বলিউড মাতানো বাঙালি অভিনেত্রী রানি মুখার্জিকে। এমন খবরই প্রকাশ হয়েছে ভারতের গণমাধ্যমে।

আনন্দবাজার জানিয়েছে, টালিগঞ্জের স্টুডিও পাড়ার অন্দরে শোনা যাচ্ছে এই গুঞ্জন। সূত্রের খবর সত্যি হলে, রানির আসন্ন ছবি ‘মিসেস চ্যাটার্জি ভার্সাস নরওয়ে’-তে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে টালিউডের জনপ্রিয় অভিনেতাকে।

এর আগে অভিনয়ের মাধ্যমে বলিউডে নজর কেড়েছেন কলকাতার যিশু সেনগুপ্ত, পরমব্রত চট্টোপাধ্যায়, টোটা রায়চৌধুরীর মতো টালিপাড়ার তারকারা। ‘মার্দানি’ এবং ‘মার্দানি ২’ ছবিতে রানি মুখার্জির বিপরীতেই অভিনয় করেছেন যিশু। এবার তার সঙ্গে অনির্বাণের বলিউড ডেবিউ’র গুঞ্জন শোনা যাচ্ছে।

তবে এ বিষয়টি নিয়ে এখনই মুখ খুলছেন না অনির্বাণ।

জানা গেছে, রানি মুখার্জির ৪৩তম জন্মদিনে ‘মিসেস চ্যাটার্জি ভার্সাস নরওয়ে’ ছবির ঘোষণা হয়েছিল। ছবির পরিচালক অসীমা ছিব্বার। বাকি কলাকুশলীদের বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। তবে ছবি প্রসঙ্গে কথা বলে গিয়ে সেই সময় রানি জানিয়েছিলেন, এক মায়ের সংঘর্ষের কাহিনি ‘মিসেস চ্যাটার্জি ভার্সাস নরওয়ে’ ছবিতে ফুটিয়ে তোলা হবে। বিদেশের লোকেশনে ছবির শুটিং হবে।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫