Logo
×

Follow Us

টালিউড

বিয়ের পরদিনই হাসপাতালে দীপঙ্কর দে

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২০, ০৯:২৬

বিয়ের পরদিনই হাসপাতালে দীপঙ্কর দে

অভিনেতা দীপঙ্কর দে ও দোলন রায়।

কলকাতার বর্ষীয়ান অভিনেতা দীপঙ্কর দে (৭৫)  দোলন রায়ের সঙ্গে (৪৯) বৃহস্পতিবার সাত পাকে বাঁধা পড়েছেন। বিয়ের পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন এই অভিনেতা। 

শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

দীপঙ্করের নববিবাহিতা স্ত্রী দোলন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বিয়ের অনুষ্ঠানের দিন সকাল থেকেই দীপঙ্করের স্বাস্থ্য খুব একটা ভালো ছিলো না। তবে পূর্বনির্ধারিত বিয়ের অনুষ্ঠানটি বাতিল করতে চাননি দীপঙ্কর দে। ঘনিষ্ঠ কয়েকজন বন্ধুর উপস্থিতিতে রেজিস্ট্রি করে বিয়ের সংক্ষিপ্ত অনুষ্ঠান সারা হয়েছিল। ঘনিষ্ঠ কয়েকজনই আমন্ত্রিত ছিলেন সেই বিয়েতে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, কলকাতার বিনোদন জগতের অধিকাংশ মানুষ এই বিয়ের কথা জানতেন না। অনুষ্ঠানে হাজির ছিলেন নাট্যকার ও অভিনেতা ব্রাত্য বসু, সৌমিত্র মিত্র, ধ্রুব কুণ্ড, শীর্ষ সেন প্রমুখ।

শুক্রবার সকাল থেকেই বেশি শ্বাসকষ্ট হয় দীপঙ্কর দের। চিকিৎসকের পরামর্শেই ১৭ জানুয়ারি সন্ধ্যায় একটি বেসরকারি হাসপাতালের ইনটেনসিভ কার্ডিয়াক কেয়ার ইউনিটে ভর্তি করা হয় তাকে। তিনি আপাতত পর্যবেক্ষণে রয়েছেন এবং তার স্বাস্থ্য সংক্রান্ত একাধিক পরীক্ষা-নিরীক্ষার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫