
অভিনেতা দীপঙ্কর দে ও দোলন রায়।
বিয়ের পরদিন অসুস্থ হয়ে যাওয়া বর্ষীয়ান অভিনেতা দীপঙ্কর দে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
সোমবার (২০ জানুয়ারি) হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন তিনি।
তার সদ্য বিবাহিত স্ত্রী অভিনেত্রী দোলন রায় জানিয়েছিলেন, শ্বাসকষ্টজনিত সমস্যা প্রবল আকারে দেখা দেয়ায় সল্টলেকের আমরি হাসপাতালের আইসিসিইউ-তে ভর্তি করা হয় দীপঙ্করকে।
এখন তিনি সুস্থ আছেন বলেও জানা গেছে।
শুক্রবার সন্ধ্যা ৬টা নাগাদ হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেতা। তিনদিনের মাথায় সোমবার তিনি ছাড়া পেলেন।
দীপঙ্কর দে বৃহস্পতিবার দীর্ঘদিনের পার্টনার দোলন রায়কে বিয়ে করেন। এসময় তার ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন।