Logo
×

Follow Us

টালিউড

করোনায় আক্রান্ত টালিউড সুপারস্টার জিৎ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২১, ১৫:১৩

করোনায় আক্রান্ত টালিউড সুপারস্টার জিৎ

করোনায় আক্রান্ত হয়েছেন টালিউড সুপারস্টার জিৎ। 

মঙ্গলবার (২০ এপ্রিল) করোনা আক্রান্ত হওয়ার খবর তিনি নিজেই জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। 


এ সময় তিনি আরো জানিয়েছেন, আপাতত তিনি হোম আইসোলেশনে রয়েছেন।  চিকিৎসকদের পরামর্শ মেনে সব রকম মেডিকেল বিধি সতর্কতার মধ্যে রয়েছেন। তিনি সবাইকে অনুরোধ করেছেন যারা যারা সম্প্রতি তার সংস্পর্শে এসেছেন বা তার সঙ্গে কাজে ব্যস্ত ছিল তাদের সবাইকে করোনা টেস্ট করাতে বলেছেন। 

ভারতজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে। মহারাষ্ট্র, বেঙ্গালুরু, পুনেসহ বিভিন্ন জায়গায় লকডাউন জারি করা হয়েছে। 

অন্যদিকে বলিউডেও একই চিত্র। করোনা আক্রান্ত হয়েছেন ক্যাটরিনা কাইফ, অক্ষয় কুমার, ভিকি কৌশল, ভূমি পেডনেকার, আমির খান, সতীশ কৌশিক, সোনু সুদ, রণবীর কাপুর, আলিয়া ভাট, সঞ্জয় লীলা বানসালি প্রমুখ। 


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫