Logo
×

Follow Us

বিনোদন

নুসরাতের ঠোঁটে তাজ্জব ভক্তরা!

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২২, ১৭:৫৯

নুসরাতের ঠোঁটে তাজ্জব ভক্তরা!

নুসরাত জাহান।

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাত জাহানের কাজকর্মে মিশ্র প্রতিক্রিয়া যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। প্রেম, বিয়ে, সন্তানসহ নানা কারণে তিনি আলোচিত থেকেছেন।

এবার ইনস্টাগ্রামে একটি রিল ভিডিও শেয়ার করে তিনি সমালোচিত হয়েছেন। গতকাল শনিবার (২৩ এপ্রিল) প্রকাশিত ওই ভিডিওতে ভিডিওতে তার ঠোঁট স্বাভাবিকের চেয়ে অনেকটা মোটা দেখা গেছে। সাধারণত সার্জারি করানোর মাধ্যমে এমনটা হয়ে থাকে।

নুসরাতের এমন ঠোঁট দেখে তাজ্জব বনে যান নেটজনতা। কেউ মন্তব্য করে, ‘ওটা ঠোঁট নাকি বেলুন!’, আরেকজন লেখেন, ‘একদম ডাইনির মতো লাগছে’, অন্যজন মন্তব্য করেছেন, ‘কী ভয়ানক লাগছে আল্লাহ! সব দায় ঠোঁটের’, আবার কেউ লিখেছেন, ‘বিষাক্ত ঠোঁট’। সোশ্যাল মিডিয়ায় ফিল্টার ব্যবহার করেও ঠোঁট এমন মোটা করা যায়। এই ভিডিওতে নুসরাতও তাই করেছেন।

অনেক আগেই নুসরাতের ঠোঁটে সার্জারি করার কথা শোনা যায়। এই নায়িকার ক্যারিয়ারের শুরুর দিকের চেহারা আর বর্তমান চেহারার মধ্যে বিস্তর পার্থক্য। এ নিয়ে তাকে বেশ কটাক্ষের শিকার হতে হয়েছে। তবে নিন্দুকের সেসব মন্তব্যের পরোয়া করেন না নুসরাত।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫