ঐতিহাসিক বাঘা যতীন চরিত্রে দেব

এবার টালিউডের জনপ্রিয় অভিনেতা দেবকে দেখা যাবে ভারতে ব্রিটিশবিরোধী আন্দোলনের বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের চরিত্রে। ছবিটি নির্মাণ করছেন পরিচালক অরুণ রায়। 

যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় খালি হাতে বাঘ মেরেছিলেন বলে জনশ্রুতি আছে, সে কারণেই তিনি বাঘা যতীন নামে পরিচিতি পেয়েছন।

ভারতের স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে গতকাল সোমবার (১৫ আগস্ট) ‘বাঘা যতীন’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন দেব।

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে দেব লিখেছেন, ‘যতীন মুখার্জি হয় মারে না হয় মরে, ধরা দেয় না। ৭৫তম স্বাধীনতার এই মহোৎসবে উন্মোচিত হবে এক বাঙালির বীরত্বগাথা, বাংলার বীর-বাঘা যতীন।’

ভারতের একজন বিখ্যাত ব্যক্তিত্ব যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। তিনি ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে ভারতের স্বাধীনতা আন্দোলনে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন।

ব্রিটিশবিরোধী বিপ্লবী এই নেতা সশস্ত্র আন্দোলনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

গত দেড় বছর ধরে এই ছবির চিত্রনাট্য লিখেছেন অরুণ রায়। শোনা যাচ্ছে ছবিতে ভিএফএক্সের অনেক কাজ দেখা যাবে। যতীন্দ্র নাথ মুখোপাধ্যায়ের সাথে বাঘের লড়াই তুলে ধরা হবে গ্রাফিক্সের মাধ্যমে। খুব শীঘ্রই শুরু হবে ছবির শ্যুটিং।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //