নায়িকা খুনে নয়া মোড়

কলকাতা থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে শুটিং স্থল। শুটিং চলাকালীন গুলি করে খুন করা হয় শহরের নামকরা অভিনেত্রী অপর্ণা মুখোপাধ্যায়কে। তার প্রাক্তন স্বামী সৃজন বন্দ্যোপাধ্যায় নামকরা চিত্র পরিচালক। বিচ্ছেদের তিন বছর পরে শুটিং ফ্লোরে তাদের আবার দেখা। এখানেই খুন হয় নায়িকা। তদন্তে উঠে আসে ছবির নায়ক সোহেল খান আর নায়িকার প্রাক্তন স্বামীর নাম। প্রকৃত খুনি কে? তারই রহস্য উন্মোচন ছবির প্রতিটি দৃশ্যে।

আতিউল ইসলামের পরিচালনায় টানটান রহস্য-রোমাঞ্চ ছবিমহরৎ। এ সিনেমায় দেখা যাবে নায়িকার খুনের সঙ্গে কে জড়িত । এ সিনেমায় টলিউডে ফের নতুন জুটি। অপর্ণা সেনেরআরশিনগরছবির নায়িকার বিপরীতে নবাগত মীর। অন্যান্য চরিত্রে দেবলীনা দত্ত, বিশ্বরূপ বিশ্বাস, রজতাভ দত্ত, দেবরাজ ভট্টাচার্য, হৃষি রাজ প্রমুখ।

ঋত্বিকা এর আগেও এই রহস্যধর্মী সিরিজ়ে অভিনয় করেছেন। গৌরব চট্টোপাধ্যায়ের সঙ্গে, অভিমন্যু মুখোপাধ্যায়ের পরিচালনায়। হইচই ওয়েব প্ল্যাটফর্মের সেই সিরিজ়ের নামঅভিশপ্ত এই ধারার সিরিজ়ে অভিনয় করে খুব খুশি হয়েছিলেন ঋত্বিকা। প্রায় সেই ধারার আরও একটি কাজের সুযোগ পাওয়ায় স্বাভাবিক ভাবেই চওড়া হাসি তাঁর মুখে। চলতি বছরেই বড় পর্দায় মুক্তি পাবে ছবিমহরৎ

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh