Logo
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

স্মার্টফোনই এখন গাড়ির চাবি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৩, ১৩:০০

স্মার্টফোনই এখন গাড়ির চাবি

ডিজিটাল গাড়ির চাবি। ছবি: সংগৃহীত

গুগলে আসছে নতুন ফিচার। নতুন এই ফিচারের ফলে স্মার্টফোনেই গাড়ির চাবি ব্যবহার করা যাবে। এ ডিজিটাল গাড়ির চাবি ব্যবহারকারীরা অন্যদের সাথে শেয়ারও করতে পারবেন।

এর আগে ২০২১ সালে গুগল ঘোষণা করেছিল যে তারা এমন একটি ফিচার নিয়ে কাজ করছে, যা ব্যবহারকারীদের অ্যান্ড্রয়েড ডিভাইসের মাধ্যমে গাড়ির ডিজিটাল চাবি ব্যবহারের অভিজ্ঞতা দেবে।

ব্যবহারকারীরা এই ডিজিটাল চাবি দিয়ে গাড়ি আনলক করার সুবিধা পাবেন। তবে আপাতত কোম্পানিটি মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রাহকদের জন্য ফিচারটি উন্মুক্ত করছে।

যেভাবে ডিজিটাল গাড়ির চাবি ব্যবহার করবেন

ডিজিটাল ভার্সনের গাড়ির চাবি ব্যবহারকারীরা ফোনে শুধুমাত্র একবার ট্যাপ করেই তাদের গাড়ি আনলক করতে পারেন। তবে এর জন্য ডিভাইসটির এনএফসি রেঞ্জের মধ্যে থাকা আবশ্যক। ডিজিটাল গাড়ির চাবি যেমন গুগল ওয়ালেটে সেভ করা যাবে, তেমনই অন্যদের সাথেও শেয়ার করা যাবে। এর মাধ্যমে, গাড়ির মালিকও জানতে পারবেন তার গাড়িটি কোন সময় কে ব্যবহার করেছিলেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫