পেপ্যাল ছাড়া প্রিমিয়াম টুল কেনার উপায়

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২০, ১২:২৬

বর্তমানে ফ্রিল্যান্সিং করে অনেকেই জীবিকা নির্বাহ করছেন। বাংলাদেশে বসেই বিদেশি কোম্পানিতে কাজ করে আয় করছেন অর্থ। বাড়াচ্ছেন রেমিট্যান্স।
কাজের ক্ষেত্রে নতুন ফ্রিল্যান্সারদের বিভিন্ন রকম প্রিমিয়াম টুল ব্যবহারের প্রয়োজন হয়। বাংলাদেশে এখনো পেপ্যাল নেই। তবে বাংলাদেশ থেকেও বিদেশ থেকে পেপ্যাল ছাড়া প্রিমিয়াম টুল কেনা যায়। তবে কেনার উপায় সম্পর্কে জানেন না অনেকেই।
১. আমাদের দেশে পেপ্যাল না থাকলেও প্রিমিয়াম টুল বা অনলাইনে লেনদেন করার জন্য বেশ কিছু মাধ্যম রয়েছে। এর মধ্যে প্রথমেই আসে পেওনিয়ারের মাস্টারকার্ড, যেটি আপনি তাদের ওয়েবসাইটে গিয়ে অ্যাকাউন্ট খুলে ফরমাশ জানাতে পারবেন। এই কার্ডের মাধ্যমে আপনি অধিকাংশ অনলাইন পেমেন্ট করতে পারবেন।
২. এরপর আপনি চেষ্টা করতে পারেন ডুয়েল কারেন্সি ক্রেডিট কার্ড, যেটি আমাদের দেশে বেশ কিছু বেসরকারি ব্যাংক ইস্যু করে থাকে। আপনি চাইলে ডলার এনডোর্স করতে পারেন এবং এর মাধ্যমে অনলাইনে লেনদেন করতে পারেন।