
টুইটার। ছবি: সংগৃহীত
২০২২ সালের অক্টোবরে টুইটার কেনার পর থেকেই গণহারে কর্মী ছাঁটাই শুরু করেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। এতে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। মাঝে সামান্য থেমেছিল সেই ছাঁটাইয়ের প্রকোপ। এবার অষ্টম দফায় ছাঁটাইয়ের পথে হাঁটলেন তিনি।
এবারের কর্মী ছাঁটাই টুইটারের একাধিক প্রকৌশলী টিমের ওপরে প্রভাব ফেলেছে। যার মধ্যে রয়েছে বিজ্ঞাপন প্রযুক্তি, টুইটারের মূল অ্যাপ এবং টুইটারের সিস্টেমগুলো চালু রাখার জন্য প্রযুক্তিগত অবকাঠামোও। ফের কর্মী ছাঁটাইয়ে টুইটারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও বক্তব্য পাওয়া যায়নি।
বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মাস্ক টুইটারের দায়িত্ব নেওয়ার পর ৩ হাজার ৭০০ কর্মীকে চাকুরিচ্যুত করেন। এ দফায় আরও ৫০ জনকে সরিয়ে দেওয়া হলো।
উল্লেখ্য, ইলন মাস্ক আগেই ভারতে টুইটারের দুটি অফিস বন্ধ করে দিয়েছেন। মুম্বাই ও দিল্লিতে ২০০ জন কর্মচারীর মধ্যে ৯০ শতাংশ কমিয়ে দেওয়া হয়েছে।