Logo
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

মেইল সিডিউল করবেন যেভাবে

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৩ মার্চ ২০২০, ১৪:১৩

মেইল সিডিউল করবেন যেভাবে

ব্যক্তিগত বা অফিসের কাজে মেইল করতে হয়। মেইল পাঠাতে গিয়ে কম বেশি ভুল সবারই হয়। তাড়াহুড়া বা ব্যস্ততার কারণে এমনটা বেশি ঘটে।

ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, ভুল-ত্রুটির সমস্যা থেকে মুক্তি পেতে নতুন উপায় বলে দিলো জিমেইল নিজেই। জিমেইলে নতুন ফিচার নিয়ে এসেছে সার্চ ইঞ্জিন প্রতিষ্ঠানটি। যার ফলে একশোরও বেশি ই-মেইল আগাম শিডিউল করে রাখতে পারবেন যে কেউ।

যেভাবে ডেস্কটপ ও ল্যাপটপ থেকে ই-মেইল শিডিউল করবেন

১. প্রথমে ডেস্কটপ থেকে জিমেইলের সাইট খুলুন। https://mail.google.com/

২. উইনডোর বাম দিকের কোণে কম্পোড ই-মেইল অপশনে ক্লিক করুন।

৩. ই-মেইল যাকে পাঠাবেন, তার মেইল আইডি ও বিষয়ের নাম লিখুন। মেইল লেখা হয়ে গেলে সেন্ড করার আগে, সেন্ড অপশনের পাশে অ্যারো চিহ্নে ক্লিক করুন।

৪. এরপর একটি পপ্ আপ আসবে স্ক্রিনে। যেখানে তিনটা সময় অপশন থাকবে। সেটি আপনার পছন্দ না হলে নিচের পিক ডেট অ্যান্ড টাইম অপশনে ক্লিক করুন।

৫. সেখানে তারিখ ও সময় বেছে নিয়ে আপনার দরকারি ই-মেইল শিডিউল করে রাখুন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫