Logo
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

মামলা মেটাতে ৫০০ মিলিয়ন ডলার দিচ্ছে অ্যাপল

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৪ মার্চ ২০২০, ১৩:৩৪

মামলা মেটাতে ৫০০ মিলিয়ন ডলার দিচ্ছে অ্যাপল

মার্কিন টেক জায়ান্ট অ্যাপল নতুন আইফোন ক্রয় করতে বাধ্য করার প্রক্রিয়া হিসেবে পুরোনো আইফোন ধীরগতির করে দিচ্ছে। এমন অভিযোগে মার্কিন আদালতে মামলা করা হয়েছিলো। এবার ওই মামলাটির সমঝোতা করতে ৫০০ মিলিয়ন ডলার দিতে রাজি হয়েছে অ্যাপল।

গত শুক্রবার যুক্তরাষ্ট্রের একটি আদালতের নথি থেকে জানা যায়, আগামী এপ্রিলে অনুষ্ঠিতব্য শুনানিতে ক্যালিফোর্নিয়ার ফেডারেল আদালতের বিচারক মামলার বাদীদের অ্যাপলের ওই সমঝোতা প্রস্তাব মেনে নিতে বলবেন।

২০১৭ সালেই অভিযোগ স্বীকার করে নিয়েছিলো অ্যাপল। আইওএস সফটওয়্যারের মাধ্যমে পুরোনো কিছু মডেলের আইফোন ধীরগতির হয়ে গিয়েছিলো জানিয়ে প্রতিষ্ঠানটি ক্ষতিপূরণ হিসেবে ওই আইফোনগুলোর ব্যাটারি পাল্টে দেয়াসহ আইওএস আপডেট করে দিয়েছিলো এবং স্বচ্ছতা ঠিক না রাখায় ক্ষমা চেয়েছিল। 

তারপরেও শেষ রক্ষা হয়নি। সাম্প্রতিক সমঝোতা প্রস্তাবে প্রতিটি ক্ষতিগ্রস্থ আইফোন বাবদ ভোক্তাকে ২৫ ডলার দেয়ার কথা বলেছে অ্যাপল। সবমিলিয়ে কম করে হলেও ৩১ কোটি ডলার থেকে ৫০ কোটি ডলার গুণতে হতে পারে অ্যাপলকে। যুক্তরাষ্ট্রের বর্তমান ও সাবেক আইফোন ৬, ৬ প্লাস, ৬ এস, ৬এস প্লাস বা এসই মালিকরা এর আওতায় পড়বেন। 

তবে, তাদের ডিভাইসটিকে আইওএস ১২.২.১ বা পরবর্তী সংস্করণের আইওএস চালিত ডিভাইস হতে হবে। আইওএস ১১.২ বা ডিসেম্বর ২১-এর পূর্বে আসা আইওএস সংস্করণের আইফোন ৭ এবং ৭ প্লাস মালিকরাও অ্যাপলের নতুন সমঝোতা প্রস্তাবের আওতায় পড়বেন।

বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি অ্যাপল কর্তৃপক্ষ। অ্যাপলের মতে, হুট করে বন্ধ হয়ে যাওয়া ঠেকাতে এবং কার্যক্ষমতা ঠিক রাখতে ফোনগুলোকে ধীরগতি করে দেয়া হয়েছিলো।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫