নিরাপত্তা শঙ্কা কমাতে টিকটকের নতুন প্রকল্প

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ মার্চ ২০২৩, ১২:২৪

টিকটক। ছবি: সংগৃহীত
বিশ্বের বিভিন্ন দেশে বেশ জনপ্রিয় টিকটক। ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মেই দিন রাত কাটান অনেক ব্যবহারকারীরা। তবে যুক্তরাষ্ট্রসহ ইউরোপের বিভিন্ন দেশ এ প্লাটফর্ম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছে। অনেকের ধারনা চীন টিকটকের মাধ্যমে বিভিন্ন দেশের ব্যবহারকারীদের তথ্য চুরি করে।
তবে তথ্য পাচারের যে অভিযোগ ও উদ্বেগ তা কমাতে নতুন নিরাপত্তা ব্যবস্থা চালু করেছে শর্ট ভিডিও শেয়ারিং প্লাটফর্মটি। বিবিসি ও এনগ্যাজেট থেকে এমনই তথ্য জানা গেছে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘প্রজেক্ট ক্লোভার’ নামের নতুন এই প্রকল্পে আলাদা এক নিরাপত্তা কোম্পানিকে প্ল্যাটফর্মটির ‘ডেটা প্রবাহ তদারকি’ করতে দেখা যাবে। ফলে, ডেটার মাধ্যমে কোনো নির্দিষ্ট ব্যবহারকারীকে শনাক্তের উপায় টিকটক তুলনামূলক জটিল করে ফেলছে।
এক বিবৃতিতে বাইটড্যান্স মালিকানাধীন প্রতিষ্ঠানটি জানায়, নতুন সিকিউরিটি গেটওয়ে কোনো কর্মীর ইউরোপীয় ব্যবহারকারীর তথ্যে প্রবেশাধিকারের পাশাপাশি ইউরোপের বাইরে তথ্য স্থানান্তরের নিয়ন্ত্রণ ব্যবস্থায় বাড়তি স্তর যোগ করবে। স্থানীয়ভাবে ইউরোপীয় ব্যবহারকারীর ডাটা সংগ্রহের প্রচেষ্টার অংশ হিসেবে, দুটি নতুন ডাটা সেন্টার চালুর পরিকল্পনা প্রকাশ করেছে টিকটক। এগুলোর সর্বমোট বার্ষিক খরচ ১২০ কোটি ডলার। এর একটি আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে, অন্যটি নরওয়ের হামার শহরে অবস্থিত। দুটি ডাটা সেন্টারেই নবায়নযোগ্য শক্তি ব্যবহার করা হবে। তৃতীয় একটি পক্ষের সহায়তায় সেন্টারগুলো পরিচালিত হবে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
২০২২ সাল থেকেই প্রজেক্ট ক্লোভার নিয়ে কাজ করছে কোম্পানিটি। টিকটকের ইউরোপ অংশের সরকার সম্পর্ক ও পাবলিক পলিসি বিভাগের ভাইস প্রেসিডেন্ট থিও বারট্রাম বলেন, ‘নিজেদের প্রয়োজনীয়তার কথা বিবেচনায় আমরা এ পরিকল্পনা নিয়ে এগোচ্ছি। কারণ আমাদের বিশ্বাস অর্জন করতে হবে।’
টিকটকের ইউরোপ অংশের সরকার সম্পর্ক ও জননীতি বিভাগের ভাইস প্রেসিডেন্ট থিও বারট্রাম বলেন “নিজেদের প্রয়োজনীয়তার কথা বিবেচনায় নিয়েই আমরা এই পরিকল্পনা নিয়ে এগোচ্ছি। কারণ আমাদের বিশ্বাস অর্জন করতে হবে।”।
টিকটকের যুক্তরাষ্ট্র অংশের জননীতি প্রধান মাইকেল বেকারম্যান বলেন “আমাদের এই বিস্তৃত ভূ-রাজনীতির মধ্যে আটকা পড়ে যাওয়ার বিষয়টি অস্বীকার করা কঠিন। তবে, এর সঙ্গে সত্যিই আমাদের কোন সম্পর্ক নেই।”
তিনি আরও বলেন, “টিকটকই একমাত্র কোম্পানি নয়, যারা ব্যপক হারে ডেটা সংগ্রহ করে। আর তাই এর কিছু সংখ্যক উদ্বেগ সকল কোম্পানিতেও ছড়িয়ে পড়বে। সেজন্যই আমরা এমন এক সিস্টেম তৈরি করছি, যা নিশ্চিত করবে যে ব্যবহারকারীর ডেটা সুরক্ষিত আছে।”