Logo
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

যেভাবে টিকটক প্রোফাইল প্রাইভেট করবেন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৩, ১২:৩৯

যেভাবে টিকটক প্রোফাইল প্রাইভেট করবেন

টিকটক। ছবি: সংগৃহীত

বর্তমানে সববয়সীদের কাছে বেশ জনপ্রিয় অ্যাপস টিকটক। কেউ ছোট আকারের ভিডিও করে তা প্রকাশ করতে পছন্দ করে কেউ আবার সেই ভিডিও দেখে বিনোদন পায়। তবে অনেকেই টিকটকে হয়রানি, উপহাস এবং সাইবার আক্রমণের শিকার হয়ে থাকেন।

কারণ, টিকটক ব্যবহারকারীদের প্রোফাইল সবাই দেখতে পারেন। যেকোনো ব্যক্তি চাইলেই অন্যদের প্রোফাইলে ঘুরে আসতে পারেন। অনেকেই অরন্যর পাবলিক প্রোফাইলে বেনামে অনাকাঙ্ক্ষিত বার্তা পাঠায়। তবে টিকটকে গত ৩০ দিনে কোন কোন ব্যক্তি আপনার প্রোফাইল দেখেছেন, তা জানা সম্ভব। 

যেভাবে জানবেন-

এ জন্য প্রথমে টিকটক প্রোফাইলে গিয়ে ডান দিকের ওপরে থাকা তিনটি ড্যাশ মেনুতে ট্যাপ করে সেটিংস অ্যান্ড প্রাইভেসি থেকে প্রাইভেসি অপশনে যেতে হবে। এরপর প্রোফাইল ভিউজ নির্বাচন করে প্রোফাইল ভিউ হিস্ট্রি টগল চালু করলেই গত ৩০ দিনে কোন কোন ব্যক্তি আপনার প্রোফাইল দেখেছেন, তা জানা যাবে।

যেভাবে টিকটক প্রোফাইল প্রাইভেট করবেন

টিকটকে গোপনীয়তা বজায় রাখার সবচেয়ে সহজ উপায় হলো অ্যাকাউন্টকে প্রাইভেট বা ব্যক্তিগত করা। ফলে সবাই আপনার প্রোফাইল এবং ভিডিও দেখতে পারবেন না। অ্যাকাউন্ট প্রাইভেট করতে পেজের নিচে নেভি বার থেকে প্রোফাইলে যেতে হবে। এবার ওপরের ডান দিকে থাকা তিনটি ড্যাশ মেনুতে ট্যাপ করতে হবে। এরপর সেটিংস এবং প্রাইভেসি নির্বাচন করে প্রাইভেসি অপশন থেকে প্রাইভেট অ্যাকাউন্ট টগলটি চালু করলেই অ্যাকাউন্টকে প্রাইভেট হয়ে যাবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫