Logo
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নতুন আইন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ মার্চ ২০২৩, ১২:০৯

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নতুন আইন

প্রতীকী ছবি

গেল কয়েক বছরে অভিভাবকদের অগোচরে অ্যাকাউন্ট খুলে নাবালক-নাবালিকাদের অবৈধ কাজকর্মে জড়িয়ে পড়ার অভিযোগ উঠে এসেছে। আর এ কারণেই অপ্রাপ্ত বয়স্কদেরসহ তাদের পরিবারকে সুরক্ষিত রাখতে আমেরিকার একটি প্রদেশ নিয়ে এসেছে নতুন একটি আইন।

অভিভাবকদের সম্মতি ছাড়া যাতে অপ্রাপ্ত বয়স্করা অ্যাকাউন্ট খুলতে না পারে সেদিকে রাখা হবে বাড়তি নজর। তবে আইন পাস হলেও এখনই তা কার্যকর হচ্ছে না। আগামী ২০২৪ সালের মার্চ থেকে কার্যকর হবে নতুন এ আইন। এ আইন অনুযায়ী ১৮ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে গেলে লাগবে অভিভাবকদের সম্মতি।

বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যম সবার জীবনে একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। প্রাপ্ত বয়স্কদের পাশাপাশি অপ্রাপ্ত বয়স্করাও সামাজিক যোগাযোগ মাধ্যমে চালু করছে নিজেদের অ্যাকাউন্ট। এছাড়া বিভিন্ন প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খোলার জন্য ন্যূনতম বয়সসীমা থাকলেও তা যাচাই করা হয় না অধিকাংশ ক্ষেত্রেই। এর জেরে অভিভাবকদের সম্মতি ছাড়াই অ্যাকাউন্ট চালু করে বসে নাবালক-নাবালিকারাও। ফলে এর থেকে পরিত্রাণ পেতেই নতুন এ আইন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫