Logo
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

ইনস্টাগ্রামে স্টোরি হাইলাইট যুক্ত করবেন যেভাবে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০২৩, ১১:০৩

ইনস্টাগ্রামে স্টোরি হাইলাইট যুক্ত করবেন যেভাবে

ইনস্টাগ্রাম। ছবি: সংগৃহীত

এবার থেকে ইনস্টাগ্রামে নিজেদের তৈরি পছন্দের ভিডিওগুলো ইনস্টাগ্রাম প্রোফাইলে সংরক্ষণ ও হাইলাইট করা যাবে। 

সাধারনত, ইনস্টাগ্রামে আদান-প্রদান করা ছবি ও ভিডিও ২৪ ঘণ্টা পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যায়। এই সুবিধার ফলে যেকোনো সময় ভিডিওগুলো দেখার সুযোগ মিলবে। মুছে না ফেলা পর্যন্ত হাইলাইটগুলো প্রোফাইলে সংরক্ষিত থাকবে। 

ইনস্টাগ্রাম প্রোফাইলে স্টোরি হাইলাইট যুক্ত করার পদ্ধতি—

১. ইনস্টাগ্রাম প্রোফাইলে স্টোরি হাইলাইট যুক্ত করতে প্রথমে ইনস্টাগ্রাম প্রোফাইলে প্রবেশ করতে হবে। 

২. এরপর ওপরে থাকা প্লাস আইকনে ট্যাপ করে স্টোরি হাইলাইট অপশন নির্বাচন করলেই পোস্ট করা সব স্টোরি দেখা যাবে। 

৩. প্রয়োজনীয় স্টোরিগুলো নির্বাচনের পর নেক্সট বাটনে ট্যাপ করে হাইলাইট কোন নামে হবে, তা লিখতে হবে। 

৪. এবার ডান বাটনে ট্যাপ করলেই নাম অনুযায়ী হাইলাইট স্টোরিগুলো প্রোফাইলে যুক্ত হবে। 

পরবর্তী সময়ে প্রোফাইলে হাইলাইটের পাশে থাকা প্লাস আইকনে ট্যাপ করে নতুন নামে হাইলাইট তৈরি করা যাবে। পুরোনো হাইলাইট মুছে ফেলতে চাইলে নির্দিষ্ট হাইলাইট দীর্ঘ সময় চেপে ধরে ডিলিট হাইলাইট নির্বাচন করে পুনরায় ডিলিট বাটনে ক্লিক করতে হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫