Logo
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

রাতের আকাশে কালো চাঁদ

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৯ মে ২০২৩, ১৮:৩৫

রাতের আকাশে কালো চাঁদ

প্রতীকী ছবি।

আজ রাতে বিরল দৃশ্যের সাক্ষী হতে যাচ্চে বিশ্ব। রাতের আকাশে দেখা যাবে কালো চাঁদ। অন্ধকারে তবে কেমন লাগবে কালো চাঁদকে? কালো চাঁদের রহস্য কী? আসুন জেনে নিই।

‘কালো চাঁদ’-এই নামের অনেক অর্থ রয়েছে। এগুলির কোনওটিই বৈজ্ঞানিক নয়। কিংবা জ্যোতির্বিদ্যার সঙ্গেও এর কোনও সম্পর্ক নেই। সাধারণত আজ অর্থাৎ শুক্রবার (১৯ মে) আপনি যে চাঁদটি দেখতে পাবেন, তাকে সাধারণত সিজনাল ব্ল্যাক মুন বলা হয়। Timeanddate.com অনুসারে, এটি প্রতি ৩৩ মাসে ঘটে। আর সেই ঘটনার সাক্ষী আপনি থাকতে পারবেন আজই।

ব্ল্যাক মুন চাঁদের সঙ্গে ঘটা বিভিন্ন ঘটনা থেকে একেবারেই আলাদা। সাধারণত অমাবস্যায় ব্ল্যাক মুনের দেখা পাওয়া যায়। কিন্তু কখনও কখনও ব্ল্যাক মুন এমন সময় ঘটে যখন কোনও অমাবস্যা বা পূর্ণিমা থাকে না। এটি কেবল ফেব্রুয়ারিতেই ঘটতে পারে। তবে এটি প্রতি ৩২ মাসে একবার ঘটে।

রাতের আকাশে যদি আপনি ব্ল্যাক মুন দেখতে না পান, তাহলে আশাহত হবেন না। আপনি ব্ল্যাক মুন দেখতে নাও পেতে পারেন। কারণ আপনি চাঁদের যে অংশটি প্রতিদিন দেখেন, সেটি অন্ধকারে চলে যায়। তার মানে এই নয় যে, রাতে চাঁদের আলো নেই। কিন্তু কম আলোর কারণে আকাশে দেখা যাবে না। তবে সন্ধ্যের পর থেকে আকাশে চোখ রাখতেই পারেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫