Logo
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

হোয়াটসঅ্যাপে এবার পাঠানো মেসেজও এডিট করা যাবে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০২৩, ১৬:২১

হোয়াটসঅ্যাপে এবার পাঠানো মেসেজও এডিট করা যাবে

হোয়াটসঅ্যাপ। ফাইল ছবি

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের সুবিধার কথা ভেবে নতুন নতুন ফিচার যুক্ত করে। গ্রাহকের সুবিধার কথা মাথায় রেখে এবার হোয়াটসঅ্যাপে এমন একটি ফিচার যুক্ত হচ্ছে যার সাহায্যে মেসেজ পাঠানোর ১৫ মিনিটের মধ্যে সেটি এডিট করার সুযোগ পাবেন ব্যবহারকারীরা। 

অনেক সময় তাড়াহুড়ায় কাউকে মেসেজ পাঠাতে গিয়ে ভুল টাইপ করে ফেলেন। এখন থেকে সেই ভুল এডিটের সুযোগ পাওয়া যাবে। তবে শুধু টাইপের ভুল নয়, পাশাপাশি নতুন কিছু আগের মেসেজে যুক্ত করতে চাইলে সেটাও লেখা যাবে। অর্থাৎ কোনো মেসেজ পাঠানোর পর সেটা পুরোপুরি এডিটের সুবিধা পাবেন ব্যবহারকারীরা।

মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ এক ব্লগ পোস্টে এই ঘোষণা দিয়েছেন।

এ বিষয়ে এক ফেসবুক পোস্টে মার্ক জাকারবার্গ বলেছেন, কোনো ব্যবহারকারী মেসেজ পাঠানোর ১৫ মিনিটের মধ্যে এডিট বা পরিবর্তন করতে পারবেন। 

হোয়াটসঅ্যাপে কীভাবে কাজ করবে এই এডিট মেসেজ ফিচার

হোয়াটসঅ্যাপে যেকোনো মেসেজ পাঠানোর পর যেটি আপনি এডিট করতে চাইছেন তার ওপর চাপ দিয়ে ধরুন।

এডিট মেসেজ অপশন পাবেন, সেখানে চাপ দিলে ম্যাসেজটি এডিট করা যাবে। 

মেসেজটি সংশোধন করতে আপনাকে প্রথমে পাঠানো ম্যাসেজটির ওপর চাপ দিয়ে ধরতে হবে এবং এডিট অপশনটি বাছাই করতে হবে। এডিট করার পর মেসেজটির পাশে এডিটেড নামে একটি ট্যাগ থাকবে।

তবে এক ব্লগ পোস্টে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, আমরা আনন্দিত যে, আপনি এখন আপনার চ্যাটের ওপর আরও নিয়ন্ত্রণ পাবেন, যেমন ভুল বানান সংশোধন করা বা কোনো বার্তায় আরও প্রসঙ্গ যুক্ত করা।

এই সুবিধাটি ইতোমধ্যে চালু করা হয়েছে এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যে সব ব্যবহারকারী এটি পেয়ে যাবেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫