Logo
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

২২৮ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের লাইসেন্স বাতিল

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫ জুন ২০২৩, ১৫:২২

২২৮ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের লাইসেন্স বাতিল

প্রতীকী ছবি।

২২৮টি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের (আইএসপি) লাইসেন্স বাতিল করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

আজ সোমবার (৫ জুন) এ সংক্রান্ত চিঠি দিয়েছে কমিশন। এতে জানানো হয়েছে, নির্ধারিত সময়ে এসব আইএসপি লাইসেন্স রূপান্তর করেনি।

লাইসেন্সিং গাইডলাইন ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ এর বিধান লঙ্ঘন করায় এসব লাইসেন্স বাতিল করা হয়। এসব আইএসপির অধীন যেকোনো কার্যক্রম সম্পাদন করা হবে অবৈধ এবং বাংলাদেশ টেলিযোগাযোগ আইন, ২০০১ এর অধীন শাস্তিযোগ্য অপরাধ। এসব প্রতিষ্ঠানের অনুকূলে ইস্যু করা লাইসেন্স ১০ কর্মদিবসের মধ্যে কমিশনে জমা দিতে বলা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫