Logo
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

নতুন ফিচার নিয়ে এলো হোয়াটসঅ্যাপ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ জুন ২০২৩, ০৯:৫৫

নতুন ফিচার নিয়ে এলো হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপ। ছবি: সংগৃহীত

ব্যবহারকারীদের সুবিধার্থে প্রায়শই বিভিন্ন ধরনের ফিচার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে হোয়াটসঅ্যাপ। আগেই প্রয়োজনীয় চ্যাটকে পিন করে রাখার অপশন মিলেছিল এই অ্যাপে। এবার চ্যাট কতক্ষণ পিন করা অর্থাৎ সবার উপরে থাকবে, তা আগে থেকে ঠিক করে রাখতে পারবেন আপনি। অর্থাৎ কোনো চ্যাট কতক্ষণ পিন করা থাকবে, তা আগেই ঠিক করা যাবে।

এতদিন পর্যন্ত ব্যবহারকারীরা প্রয়োজন মতো চ্যাট পিন করে রাখতে পারতেন। প্রয়োজন মিটে গেলে সেটি আনপিন করা যেত। এবার নির্দিষ্ট সময়ের জন্য পিন করা যাবে চ্যাট।

অর্থাৎ মিউটের মতোই চ্যাট পিন করার ক্ষেত্রেও এরপর মিলবে তিনটি অপশন, ২৪ ঘণ্টা, সাতদিন ও ৩০ দিন। যেকোনো একটি বেছে নিতে হবে ব্যবহারকারীকে। সেই মতো নির্দিষ্ট সময় পেরিয়ে গেলে নিজে থেকে চ্যাটটি আনপিন হয়ে যাবে। 

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানাচ্ছে, বর্তমানে এই ফিচারটি ডেভলপমেন্টের কাজ চলছে। খুব শিগগিরই এই ফিচারের সুবিধা ভোগ করতে পারবেন ব্যবহারকারীরা।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫