Logo
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

ক্যানসার কোষের জিনোম সিকোয়েন্সিংয়ে অগ্রগতি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৩, ১৫:৩৭

ক্যানসার কোষের জিনোম সিকোয়েন্সিংয়ে অগ্রগতি

প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্রের হুগো হুজেস মেডিক্যাল ইনস্টিটিউটের বিজ্ঞানীরা ক্যানসার কোষের জেনেটিক গঠন উন্মোচনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তারা দেখিয়েছেন কীভাবে ডিএনএ রূপান্তরের মাধ্যমে স্বাভাবিক দেহকোষ পরিবর্তিত হয়ে কোষগুলো আকারে বৃদ্ধি পায় এবং অনিয়ন্ত্রিতভাবে বিভাজিত হতে থাকে।

ইনস্টিটিউটের বিজ্ঞানী হুদা জোগবি বলেন, ক্যানসারকে স্বাভাবিক দেহকোষের ‘বিকৃত সংস্করণ’ হিসেবে ভাবতে পারি। চিকিৎসকেরা সাধারণত ক্যানসারকে উৎপত্তিস্থল ও কোষের প্রকারের ওপর ভিত্তি করে নানাভাবে চিহ্নিত করে থাকেন। এখন জিনোম সিকোয়েন্স রূপান্তর আবিষ্কারের ফলে ক্যানসারের প্রধান কারণ জানার ক্ষেত্রে আরেক ধাপ এগিয়ে যাওয়া যাবে। 

এর আগে ক্যানসার কোষের সম্পূর্ণ জেনেটিক গঠন আবিষ্কার করেন ব্রিটেনের একদল গবেষক। ক্যানসারে আক্রান্ত প্রায় ১২ হাজার রোগীর টিউমার কোষের সম্পূর্ণ জিনোম সিকোয়েন্স বিশ্লেষণ করতে সক্ষম হন তারা। 

ব্রিটিশ গবেষক দলটি জানিয়েছিলেন, যে বিপুল পরিমাণ তথ্য-উপাত্ত তারা বিশ্লেষণ করেছেন, সেগুলো তাদের ক্যানসার কোষের ডিএনএর অজানা বৈশিষ্ট্য উন্মোচন করতে সহায়তা করেছে। এ বিষয়ে আরও নতুন কিছু সূত্র নির্দেশ করেছে। তবে এই নতুন সূত্রগুলো এখনো স্পষ্টভাবে বোঝা যায়নি। তবে গবেষকদের দাবি, জেনেটিক নিদর্শনগুলো শেষ পর্যন্ত ক্যানসার নির্ণয় এবং এর চিকিৎসার উন্নয়নে সাহায্য করবে।

ব্রিটিশ বিজ্ঞানীদের কাজের সূত্র ধরে এগিয়ে যান হুগো হুজেস মেডিক্যাল ইনস্টিটিউটের বিজ্ঞানীরা। ক্যানসার কোষের জিনে আসলে কী ধরনের পরিবর্তন হয় তা তারা তুলে ধরেছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫