Logo
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

ডেস্কটপেও ফেসবুকের ডার্কমুড

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৫ মার্চ ২০২০, ১৩:২৭

ডেস্কটপেও ফেসবুকের ডার্কমুড

করোনা আতঙ্কের মধ্যেও ডেস্কটপ কম্পিউটার ব্যবহারকারীদের জন্য ডার্ক মুড  অপশন চালু করলো ফেসবুক। 

সম্প্রতি ফেসবুক টেকক্রাঞ্চকে জানায়, এরইমধ্যে বেশিরভাগ ব্যবহারকারী সুবিধাটি পাওয়া শুরু করেছেন। এখন থেকে ব্যবহারকারীরা তাদের সুবিধামতো অপশনটি চালু অথবা বন্ধ করে ব্যবহার করতে পারবেন।

যারা ফেসবুক চালায় তারা ফেসবুকের পেজের ওপরে একটি ব্যানার দেখতে পাবেন যেখানে লেখা থাকবে আপনি চাইলে ‘নিউ ফেসবুক’ চালু করতে পারেন। তবে চাইলে ফেসবুকের আগের মুডে চলে আসা সম্ভব হবে। কিন্তু এই অপশনটি এ বছরের শেষ নাগাদ বন্ধ হয়ে যাবে।

ফেসবুক ডার্ক মুড আনার কথাটি প্রথম ঘোষণা করেছিলো গত বছর এফ৮ ডেভেলপার কনফারেন্সে। তখন অল্প কিছু ব্যবহারকারীকে পরীক্ষামূলকভাবে এই সুবিধাটি দেয়া হয়েছিলো। এরপর ব্যাপকহারে পরীক্ষা চালানো শুরু হয় এ বছর জানুয়ারি থেকে।

এর আগে ডার্ক মুড অপশনটি ফেসবুক মালিকানাধীন অন্যান্য অ্যাপস- মেসেঞ্জার, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপে চলে এসেছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫