Logo
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

বিশ্বের সবচেয়ে ছোট ক্যামেরা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৩, ১১:০২

বিশ্বের সবচেয়ে ছোট ক্যামেরা

বিশ্বের সবচেয়ে ছোট ক্যামেরা। ছবি: সংগৃহীত

বিশ্বের সবচেয়ে ছোট ক্যামেরার আকার হলো একটি লবণের দানার চেয়েও ছোট। তবে ছোট্ট হলেও এতে উঠবে এইচডি ছবি। এমনই ছোট্ট এবং দুর্দান্ত একটি ক্যামেরা তৈরি করেছেন মার্কিন বিজ্ঞানীরা। এই ডিভাইসটি একটি মাইক্রোস্কোপিক ক্যামেরা, যা এতোই ছোট যে হাতের কাছে রাখলেও সহজে দেখা যাবে না। এটি বিশ্বের সবচেয়ে ছোট ক্যামেরা।

ছোট এই ক্যামেরাটি এইচডি ছবি তুলতে পারে। ক্যামেরার আকার মাত্র আধা মিলিমিটার এবং এটি কাচের তৈরি। প্রিন্সটন ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের গবেষকরা যৌথভাবে এটি তৈরি করেছেন। বিজ্ঞানীদের মতে, এটি যতটাই ছোট, ততটাই বড় ছবি তুলতে পারে। অর্থাৎ এটি তার আকারের ৫ লাখ গুণ বড় ছবি তুলতে পারে। এই ক্যামেরার সবচেয়ে বড় সুবিধা হতে চলেছে চিকিৎসাক্ষেত্রে। কারণ এর সাহায্যে চিকিৎসকরা খুব সহজে শরীরের ভেতরের জিনিস দেখতে পাবেন।

এই ছোট্ট ক্যামেরাটি ওয়াইড অ্যাঙ্গেল ছবি তুলতে পারে। এখন পর্যন্ত চিকিৎসায় যেসব মাইক্রো ক্যামেরা ব্যবহার করা হয়েছে, ফটোর সাইডের প্রান্তগুলো ঝাপসা হয়ে যেত। এমনকি রঙেও সমস্যা হত। এবার সেই সমস্যা থেকে মুক্তি দিতে চলেছে এই ছোট্ট ক্যামেরা। বিজ্ঞানীদের মতে, এই ছোট ক্যামেরায় তেমন কোনো সমস্যাই হবে না। এটি প্রাকৃতিক আলো থেকে শুরু করে লেজারের আলো, সবেতেই ঝকঝকে ছবি তুলবে।

বিশ্বের সবচেয়ে ছোট ক্যামেরাটি ১২০ ডিগ্রি পর্যন্ত প্রশস্ত দৃশ্য ধারণ করতে পারে এবং ৩ মিমি থেকে ৩০ মিমি পর্যন্ত বর্ধিত ফোকাস পরিসীমা রয়েছে। এটি প্রতি সেকেন্ডে ৩০ ফ্রেম পর্যন্ত ভিডিও শুট করতে পারে এবং এর অ্যানালগ আউটপুট ৪ মিটারেরও বেশি ন্যূনতম শব্দে প্রেরণ করতে পারে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫