Logo
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

এআইয়ের সহায়তায় মেয়ের চুল বাঁধলেন জাকারবার্গ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৩, ১০:১৬

এআইয়ের সহায়তায় মেয়ের চুল বাঁধলেন জাকারবার্গ

মার্ক জাকারবার্গ সন্তানের চুল বাঁধার একটি ভিডিও প্রকাশ করেছেন। ছবি- সংগৃহীত

এআই স্মার্টগ্লাসকে নির্দেশ দিয়ে নিজের মেয়ের চুল বেঁধেছেন মার্ক জাকারবার্গ।

মেটার নতুন কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধাওয়ালা রে ব্যান স্মার্টগ্লাস ব্যবহার করে সন্তানের চুল বাঁধার ভিডিও ইনস্টাগ্রামে  প্রকাশ করেছেন তিনি।

ওই ভিডিও’তে মেটা প্রধান নিজের রে-ব্যান স্মার্টগ্লাসকে জিজ্ঞেস করেন, হেই মেটা, আমি কীভাবে চুল বাঁধতে পারি?

পরবর্তীতে এআই সুবিধাওয়ালা ওই স্মার্টগ্লাস চুল বাঁধার বিভিন্ন পর্যায় নির্দেশ করার সঙ্গে সঙ্গে নিজের কন্যা সন্তানের চুল বাঁধতে দেখা যায় জাকারবার্গকে।

এর পর তিনি ওই চুল বাঁধার ছবি তুলে নিজের স্ত্রীকে পাঠানো বার্তার ক্যাপশনে লেখেন, অবশেষে চুল বাঁধতে শিখেছি। ধন্যবাদ, মেটা এআই।

ওই স্মার্টগ্লাসকে কমান্ড করেন জাকারবার্গ, হেই মেটা, প্রিসিলাকে হোয়াসঅ্যাপে একটি ছবি পাঠাও।

গত মাসের কানেক্ট আয়োজনে সানগ্লাসের জনপ্রিয় নির্মাতা রে-ব্যানের সঙ্গে যৌথভাবে তৈরি এই স্মার্টগ্লাসের প্রথম ঝলক দেখিয়েছিল মেটা।

ব্রিটিশ সংবাদপত্র ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদন অনুযায়ী, মেটার এআই গ্লাসে এমন একটা ক্যামেরা আছে, যা ভিডিও রেকর্ড করতে পারে। আর গ্লাসের বাহুতে যুক্ত রয়েছে স্পিকার।

মেটার লক্ষ্য, ব্যবহারকারী যেন সহজেই ‘ভার্চুয়াল ও বাস্তব জগতে’ চলাফেরা করতে পারে। আর কোম্পানির ‘মেটাভার্স’ অভিজ্ঞতার ক্ষেত্রেও সহায়ক হিসেবে কাজ করবে এটি।

স্মার্টগ্লাসটির সর্বশেষ সংস্করণের দাম প্রায় তিনশ ডলার, যেখানে রয়েছে আগের চেয়ে উন্নত ক্যামেরা, হালকা নকশা ও লাইভ স্ট্রিমিংয়ের মতো নতুন ফিচার।

স্মার্টগ্লাসের আগের সংস্করণে ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা থাকলেও লোকজন অন্যের অনুমতি ছাড়া ভিডিও রেকর্ড করতে পারেন, এমন প্রাইভেসি ঝুঁকি নিয়ে সমালোচনার মুখে পড়েছিল স্মার্টগ্লাসটি।

তবে, নতুন সংস্করণে বিভিন্ন এমন লাইট যোগ করা হয়েছে, যার মাধ্যমে অন্যরা সহজেই বুঝতে পারবেন যে ভিডিও রেকর্ডিং চলছে।

এমনকি ছবি তোলার সময়ও এর লাইট পিটপিট করে। আর ভিডিও রেকর্ড করার সময় এতে একটি সাদা রঙের লাইট জ্বলতে থাকে।

এআই সুবিধাওয়ালা রে ব্যান স্মার্টগ্লাসের পাশাপাশি গত মাসে ‘কোয়েস্ট ৩’ ভিআর হেডসেটও উন্মোচন করেছে মেটা।

হেডসেটের এই সর্বশেষ সংস্করণ সম্পর্কে কোম্পানি বলেছে, এতে সত্যিকারের জগতের মধ্যেই বিভিন্ন ভার্চুয়াল বস্তু দেখা যাবে।

কোয়েস্ট ৩ হেডসেটের দাম পাঁচশ ডলার। ওই তুলনায় অ্যাপলের ‘ভিশন প্রো’ হেডসেটের দাম সাড়ে তিন হাজার ডলার।

নিজের প্রতিদ্বন্দ্বীর তুলনায় মেটার হেডসেটে অনেক কম ফিচার থাকলেও কোম্পানিটির দাবি, মিক্সড রিয়ালিটির তুলনামূলক সামাজিক সংস্করণ ব্যবহারের সুযোগ দিয়ে এটি অ্যাপলের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে।

সূত্র- দ্য ইন্ডিপেন্ডেন্ট

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫