Logo
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

এইচপির প্রোবুক ল্যাপটপ বাজারে

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০১৯, ১১:৫৮

এইচপির প্রোবুক ল্যাপটপ বাজারে

ছবি: সংগৃহীত

এইচপির নতুন ল্যাপটপ বাজারে এসেছে ফুল এইচডি ডিসপ্লের ৩ বছরের বিক্রয়োত্তর সেবাসহ নতুন ৪টি মডেলের এইচপি ল্যাপটপ। এর মধ্যে রয়েছে কোরআই-ফাইভের ২টি এবং কোরআই-সেভেনের ২টি মডেল।

ইন্টেল অষ্টম জেনারেশন ৮২৬৫ ইউ মডেলের প্রসেসর সম্পন্ন এই ল্যাপটপে রয়েছে ২৪০০ বাস স্পিডের ৪ জিবি ডিডিআর ৪ র‌্যাম, ১ টেরাবাইট হার্ডড্রাইভ, ব্লুটুথ, ওয়াইফাই ও ফিঙ্গারপ্রিন্ট সুবিধা। একই কনফিগারেশনের প্রোবুক ৪৪০ জি৬ এবং ৪৫০ জি৬ মডেলের ফুল এইচডি ডিসপ্লে সাইজ যথাক্রমে ১৪.১ ইঞ্চি এবং ১৫.৬ ইঞ্চি। যেকোনো সাইজের ল্যাপটপটির দাম ৫৯ হাজার ৭০০ টাকা। 

এইচপি প্রোবুক ৪৫০ জি৬ -এর দাম ৬৬ হাজার ৭০০, এইচপি প্রোবুক ৪৫০ জি৬ কোরআই-সেভেনের দাম ৮১ হাজার, এইচপি প্রোবুক ৪৫০ জি৬ কোরআই সেভেন এসএসডি ভার্সনের ল্যাপটপের দাম ৮৮ হাজার টাকা। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫