চ্যাটজিপিটির ভয়েস চ্যাট সুবিধা এখন সবার জন্য উন্মুক্ত

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৩, ১৮:২৩

চ্যাটজিপিটির ভয়েস চ্যাট সুবিধা সবার জন্য উন্মুক্ত করল ওপেনএআই | ছবি: সংগৃহীত
প্রযুক্তি বিশ্বে সবচেয়ে আলোচিত বিষয় চ্যাটজিপিটি-র স্রষ্টা স্যাম অল্টম্যান এবং চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যানকে পদ থেকে সরিয়ে দেওয়া নিয়ে সপ্তাহজুড়েই প্রযুক্তিবিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। নানা আলোচনা–সমালোচনার মধ্যেই চ্যাটজিপিটির ভয়েস চ্যাট সুবিধা উন্মুক্ত করেছে ওপেনএআই। এখন থেকে সব অ্যান্ড্রয়েড এবং আইওএস অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা এটি ব্যবহার করতে পারবেন। এত দিন এ সুবিধা শুধু অর্থের বিনিময়ে প্রিমিয়াম গ্রাহকেরা ব্যবহার করতে পারতেন। সূত্র: এনগ্যাজেট ডটকম।
ভয়েস চ্যাট সুবিধা কাজে লাগিয়ে লিখিত প্রম্পটের বদলে মুখের কথায় চ্যাটজিপিটির মাধ্যমে বিভিন্ন কাজ করা যায়। শুধু তা–ই নয়, এ সুবিধা চালু থাকলে ব্যবহারকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর লিখে দেওয়ার পাশাপাশি সেগুলো পড়েও শোনায় চ্যাটজিপিটি। ইংরেজির পাশাপাশি স্প্যানিশ, বাংলাসহ বিভিন্ন ভাষা সমর্থন করায় সহজেই এ সুবিধা ব্যবহার করা যায়।
যেভাবে ব্যবহার করবেন
চ্যাটজিপিটির ভয়েস চ্যাট সুবিধা চালুর জন্য প্রথমে চ্যাটজিপিটির চ্যাটবক্সের ডান দিকে থাকা হেডফোন আইকনে ক্লিক করতে হবে।
এরপর ভয়েস কনভারসেশন অপশনের পপআপ বার্তার নিচে থাকা কনটিনিউ বাটনে ট্যাপ করলেই পাঁচ ধরনের কণ্ঠস্বরের নমুনা দেখা যাবে।
এরপর যেকোনো একটি কণ্ঠস্বর নির্বাচন করে নিচে থাকা কনফার্ম বাটনে ট্যাপ করতে হবে। এবার স্মার্টফোনের মাইক্রোফোনসহ বিভিন্ন যন্ত্র ব্যবহারে অনুমতি দিলেই ফোনে চ্যাটজিপিটির ভয়েস চ্যাট সুবিধা চালু হয়ে যাবে। ভয়েস চ্যাট সুবিধা বন্ধের জন্য ক্রস বাটন ক্লিক করতে হবে।