Logo
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

টাচ আইডিকে বিদায় জানাচ্ছে আইফোন?

Icon

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৩, ১৩:৪০

টাচ আইডিকে বিদায় জানাচ্ছে আইফোন?

আইফোন ১৬-এ নাও থাকতে পারে টাচ আইডি ফিঙ্গারপ্রিন্ট | ছবি : সংগৃহীত

টাচ আইডি ফিঙ্গারপ্রিন্ট অথেনটিকেশন প্রযুক্তিকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছে অ্যাপল? হ্যাঁ টাচ আইডি ফিঙ্গারপ্রিন্ট অথেনটিকেশন প্রযুক্তি যুগের সমাপ্তির তথ্যই জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডিজিট। সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে অ্যাপলের পরবর্তী স্মার্টফোন আইফোন ১৬-এ নাও থাকতে পারে টাচ আইডি ফিঙ্গারপ্রিন্ট অথেনটিকেশন প্রযুক্তি।

সম্প্রতি সংবাদমাধ্যম অ্যাপল ইনসাইডারের একটি রিপোর্টেও এমনটিই ধারণা প্রকাশিত হয়েছে। সংবাদমাধ্যমটি জানায়, তথ্যটি প্রথম প্রকাশ হয় চীনভিত্তিক মাইক্রোব্লগিং ওয়েবসাইট ওয়েইবোতে, যা প্রথমে ম্যাকরিউমরের দৃষ্টিগোচর হয়।

সম্প্রতি জানা যায়, আইফোনে টাচ আইডি ফিচার স্থাপনের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতির উৎপাদন স্থায়ীভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। আর যেগুলো রয়েছে সেগুলো তৃতীয় প্রজন্মের আইফোন এসই’র জন্য রাখা হয়েছে। রিপোর্ট থেকে আরও দেখা যায়, চতুর্থ প্রজন্মের আইফোন এসইতে টাচ আইডির বদলে ফেস আইডি থাকতে পারে।

টাচ আইডিকে বিদায় দেওয়ার এই গুঞ্জনের মধ্যে আরও খবর প্রকাশিত হয়েছে যে, আইফোনে ডিসপ্লের নিচে ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি আসতে পারে, তবে সেটা ২০২৬ সাল নাগাদ আসার সম্ভাবনা বেশি।

উল্লেখ্য, ইতোপূর্বে ওয়েইবোর দেওয়া একটি ভবিষ্যদ্বাণী সঠিক হয়েছিল। ফলে নতুন গুঞ্জনটিও সত্য হতে পারে ধারনা করা হচ্ছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫