Logo
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

করোনা নিয়ে ভুয়া তথ্য ঠেকাবে হোয়াটসঅ্যাপ

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২০, ১৩:১২

করোনা নিয়ে ভুয়া তথ্য ঠেকাবে হোয়াটসঅ্যাপ

করোনাভাইরাস সংক্রমণ নিয়ে বিভ্রান্তিকর ও ভুয়া তথ্যের বিস্তার বন্ধ করতে ম্যাসেজ ফরোয়ার্ড করার ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ।

বিবিসি জানায়, হোয়াটসঅ্যাপ যদি মনে করে কোনো ম্যাসেজ ঘনঘন ফরোয়ার্ড করা হচ্ছে তাহলে আজ থেকে সেগুলো যে কোনো সময়ে একটা চ্যাটে একবারের বেশি ফরোয়ার্ড করা যাবে না।

যেসব ম্যাসেজ ইতিমধ্যেই পাঁচবার ফরোয়ার্ড করা হয়েছে সেগুলোকে 'ফ্রিকোয়েন্ট ফরোয়ার্ড' হিসেবে গণ্য হবে।

হোয়াটসঅ্যাপে সেগুলো দুটি ‘তীর চিহ্ণ’ দিয়ে চিহ্নিত করা হবে, যাতে বোঝা যায় সেগুলো কারো নিজস্ব তথ্য (অরিজিনাল) নয়।

কোম্পানিটি বলছে, এ ধরনের ম্যাসেজই বেশি বিভ্রান্তি ও ভুয়া তথ্য ছড়াচ্ছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫