Logo
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

অ্যান্ড্রয়েডের জন্য ব্রাউজার আনলো অ্যাভাস্ট

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২০, ১১:৫৬

অ্যান্ড্রয়েডের জন্য ব্রাউজার আনলো অ্যাভাস্ট

নিজেদের ‘সিকিওর ব্রাউজারের’ অ্যান্ড্রয়েড সংস্করণ নিয়ে এসেছে ডিজিটাল নিরাপত্তা সেবাদাতা প্রতিষ্ঠান অ্যাভাস্ট।

সম্প্রতি নিজেদের ব্রাউজিং সেবা উইন্ডোজ ও ম্যাক প্ল্যাটফর্মের বাইরে মোবাইল ডিভাইসেও এ সেবা নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি।

গত বছরই ‘টেনটা’ নামের এক ব্রাউজার কিনে নিয়েছিল অ্যাভাস্ট, ওই ব্রাউজারটি তৈরির নেপথ্যে ছিল ব্লকচেইন পথিকৃৎ খ্যাত প্রতিষ্ঠান কনসেনসিস। 

টেনটা কেনার পর পুরোপুরি এনক্রিপশনে প্রাধান্য দিয়ে ব্রাউজারটিকে ঢেলে সাজিয়েছেন অ্যাভাস্টের গোপনতা ও সাইবার সুরক্ষা প্রকৌশলীরা।    

বলেছেন অ্যাভাস্ট সিকিওর ব্রাউজারের ভাইস প্রেসিডেন্ট ও মহাব্যবস্থাপক স্কট কার্টিস বলেন, আমাদের লক্ষ্য প্রথম অল-ইন-ওয়ান ব্রাউজার হওয়া যা ব্যবহারকারীর গোপনতা সুরক্ষার পাশাপাশি মসৃণ ব্রাউজিং অভিজ্ঞতা উপহার দেয়। আমাদের দীর্ঘমেয়াদী এই লক্ষ্যের যাত্রাপথে মোবাইল সমর্থনের বিষয়টি আরেকটি মাইলফলক।       

বর্তমানে উইন্ডোজ ১০, ৮, ৭, অ্যান্ড্রয়েড এবং ম্যাকওএস প্ল্যাটফর্মের জন্য সিকিওর ব্রাউজার ডাউনলোড করা যাবে।

সূত্র: আইএএনএস

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫