বাজেট ফ্রেন্ডলি হেইলো ব্র্যান্ডের ৩ স্মার্টওয়াচ

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৪, ১২:৪৬

হেইলো ব্র্যান্ডের নতুন তিনটি স্মার্টওয়াচ
দেশের বাজারে হেইলো ব্র্যান্ডের নতুন তিনটি স্মার্টওয়াচ নিয়ে এসেছে পরিবেশক প্রতিষ্ঠান মোশন ভিউ। নতুন স্মার্ট ওয়াচগুলো হলো- হেইলো ওয়াচ টু প্রো-কলিং স্মার্টওয়াচ, হেইলো আরএস ফোর ম্যাক্স এবং হেইলো সোলার প্রো। বাজেট ফ্রেন্ডলি এসব স্মার্টওয়াচে রয়েছে উন্নত ও নতুন ফিচার, প্রিমিয়াম লুক।
হেইলো ওয়াচ টু প্রো-কলিংয়ে রয়েছে ১.৮৫ ইঞ্চির আইপিএস ডিসপ্লে। ডিসপ্লের রেজ্যুলেশন ২৪০*২৮৪ পিক্সেল। স্মার্টওয়াচটির পুরো বডিই মেটালের। সাইডে রয়েছে একটি ছোট বাটন। এর উন্নতমানের সেন্সরে ব্লুটুথ সংযোগে কল করা, রিসিভ করা, হার্টরেট, ওয়ার্কআউট, রক্তে অক্সিজেন ও ঘুমের পরিমাণসহ নানা ধরনের অ্যাক্টিভিটি দেখা যাবে। পাশাপাশি রয়েছে ১০০টির বেশি স্পোর্টস মোড, ১২০+ ওয়াচফেইস। ফলে নিজের ছবি বা যেকোনো ছবি ওয়াচের ডিসপ্লেতে সেট করা যাবে। স্মার্টওয়াচটি বাংলা সাপোর্ট করে। একবার ফুল চার্জে ৭ দিন পর্যন্ত এর ব্যাটারি লাইফ থাকবে। ৬ মাসের ব্র্যান্ড ওয়ারেন্টিসহ স্মার্টওয়াচটির দাম ৩১৫০ টাকা।
হেইলো আর এস ফোর ম্যাক্স ওয়াচে রয়েছে ৩২০*৩৮০ পিক্সেল ডিসপ্লের রেজ্যুলেশনের ১.৪৩ ইঞ্চির এইসডি ডিসপ্লে। ব্রাইটনেস বেশি হওয়াতে সূর্যের আলোতেও ডিসপ্লে দেখতে সমস্যা হয় না। মেটালিক বডির সঙ্গে রয়েছে ম্যাগনেটিক সিলিকন বেল্ট। সাইডে রয়েছে ছোট একটি বাটন। এর উন্নতমানের সেন্সরে ব্লুটুথ সংযোগে কল রিসিভ, হার্টরেট, ওয়ার্কআউট, ফিমেল হেলথ ,ক্যামেরা কন্ট্রোল রক্তে অক্সিজেন ও ঘুমের পরিমাণসহ নানা ধরনের অ্যাক্টিভিটি দেখা যাবে। একবার ফুল চার্জে ২৫ দিন পর্যন্ত এটার ব্যাটারি লাইফ পাওয়া যাবে। ডিভাইসটিতে রয়েছে আইপি ৬৮ গ্রেডের ওয়াটার রেজিস্ট্যান্সি। ১ বছরের ব্র্যান্ড ওয়ারেন্টিসহ দাম ৪৮৯৯ টাকা।
হেইলো সোলার প্রো স্মার্টওয়াচটিতে ৩২০*৩৮০ পিক্সেল রেজ্যুলেশনের ভাইব্রেন্ট ১.৪৩ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে। ব্রাইটনেস বেশি হওয়ায় সূর্যের আলোতেও ডিসেপ্ল দেখা যাবে কোনো ধরনের সমস্যা ছাড়াই। আলুমিনিয়াম অ্যালোয় বডির সাথে সিলিকন বেল্টসমৃদ্ধ ওয়াচে তিনটি বাটন রয়েছে যা ব্যবহার করে কল রিসিভ, হার্টরেট, ওয়ার্কআউট, ফিমেল হেলথের মতো নানা ধরনের অ্যাক্টিভিটি পরিমাণ করা যায়। বাংলা সাপোর্টেড সুবিধাসহ এআই ভয়েস সুবিধার পাশাপাশি রয়েছে ১০৫ টির বেশি স্পোর্টস মোড ও ২০০+ ওয়াচ ফেইস। একবার ফুল চার্জে ২০ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ থাকবে। ১ বছরের ব্র্যান্ড ওয়ারেন্টিসহ দাম ৫১৯৯ টাকা।
উল্লেখ্য, দেশব্যাপী মোশন ভিউয়ের নিজস্ব ৫১টি ব্র্যান্ড আউটলেট, ৩ হাজারের অধিক রিটেইল ও অনলাইনে তাদের পণ্য পাওয়া যায়। বিভিন্ন ধরনের ব্র্যান্ডের অরিজিনাল স্মার্ট গ্যাজেট অফিসিয়াল ওয়ারেন্টিসহ বিক্রি এবং পূর্ণ বিক্রয়োত্তর সেবা পাওয়া যাবে।